পর্তুগীজ শাসন থেকে মুক্তির ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার আরব সাগরে যুদ্ধ জাহাজের মহড়া দিল ভারতীয় নৌবাহিনী। P-15B প্রকল্পের আওতায় তৈরি হয়েছে এই যুদ্ধ জাহাজ। গত ২১শে নভেম্বর মুম্বইতে সূচনা হয়েছিল যুদ্ধ জাহাজ আএনএস বিশাখাপত্তনমের। এবার সেই প্রকল্পের আওতায় গোয়ায় সূচিত হল মার্মাগাও। ২০২২এর মাঝামাঝি এটি নৌবাহিনীর সঙ্গে পুরোপুরি যুক্ত হবে। বাকি দুটি যুদ্ধ জাহাজ আশা করা যায় ২০২৫ সাল নাগাদ সেটি বাহিনীর সঙ্গে যুক্ত হতে পারবে। এদিকে বিশাখাপত্তনম নামের ওই যুদ্ধ জাহাজের সঙ্গে দেশিয় প্রযুক্তিতে তৈরি নানা অস্ত্র সম্ভার যুক্ত করা রয়েছে। নেভির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, গোয়ার মুক্তিতে ভারতীয় নৌ সেনা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। সেকারণে যুদ্ধ জাহাজের নামও সেই গোয়ার সঙ্গে যুক্ত থাকা নামেই রাখা হয়েছে। এটা শুধু গোয়ার সঙ্গে ভারতীয় নৌসেনার সম্পর্ককে আরও নিবিড় করাই নয়, পাশাপাশি দেশ গঠনে নৌসেনার ভূমিকা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা। ভারতীয় নৌসেনার বহরে নয়া পালক হবে এই মার্মাগাও। অন্যদিকে ভারত মহাসাগরে আরও শক্তিবৃদ্ধির প্রতি ফোকাস করছে নৌসেনা। এব্যাপারেও অনেকটাই পরিষ্কার হয়েছে এদিন। গত মাসে ফ্রান্সের সহযোগিতায় একটি সাবমেরিনেরও সূচনা করেছিল নৌসেনা, নাম দেওয়া হয়েছিল ভেলা।