একদিকে যখন একটু বেশি অর্থ উপার্জনের লক্ষ্য়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষ হাড়ভাঙা খাটুনি খেটেও কোনও উপায় করে উঠতে পারছেন না, ঠিক তখনই ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ, যিনি লক্ষ লক্ষ ডলারের মালিক, বুঝেই উঠতে পারছেন না, এত টাকা দিয়ে করবেনটা কী!
যাঁর কথা বলছি, সেই ৩৩ বছরের বিনয় হিরেমথ ইতিমধ্য়েই সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন। সৌজন্যে তাঁর লেখা একটি ব্লগ। যার শিরোনাম - 'আমি ধনী এবং আমি জানি না এই জীবনে আমি কী করব'!
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিনয় হিরেমথ 'লুম' নামে একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। ২০২৩ সালে সেই স্টার্টআপ সংস্থাটি তিনি বিক্রি করে দেন অ্য়াটলাসিয়ান নামে একটি সংস্থাকে। কোম্পানি বিক্রি করে হাতে আসে ৯৭৫ মিলিয়ন মার্কিন ডলার!
বিনয়ের দাবি, এরপর থেকেই তিনি পড়েছেন ফাঁপড়ে। কারণ, তাঁর কাছে যে পরিমাণ অর্থ রয়েছে, তাতে তাঁর আর সারা জীবনেও কোনও কাজ না করলে চলবে। কিন্তু, বিনয়ের বক্তব্য হল - তাহলে তিনি সারা জীবন করবেনটা কী? কারণ, তাঁর জীবনের এখন আর কোনও উদ্দেশ্যই নেই।
তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি ৬০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অফার ত্য়াগ করেছেন, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এবং রোবোটিক্স ও সরকারি সংস্কারমূলক ক্ষেত্রে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন।
এই অবস্থায় হাওয়াইয়ে ঘাঁটি গেড়েছেন বিনয়। পড়াশোনা করছেন পদার্থবিদ্য়া নিয়ে। ভাবছেন আবার একটি নতুন সংস্থা তৈরি করবেন। তাঁর বক্তব্য, নতুন সংস্থাটি লুম-এর মতো সফল না হলেও চলবে। তিনি শুধু কিছু একটা করতে চান। যাতে তাঁর আর ফাঁকা-ফাঁকা না লাগে!
কে এই বিনয় হিরেমথ?
তথ্য বলছে, বিনয়ের জন্ম হয়েছিল ১৯৯১ সালে। আরবানা-ক্যাম্পেনের ইলিনয়েজ বিশ্ববিদ্যালয়ে দু'বছরের একটি কোর্সে ভর্তি হলেও মাঝপথেই সেখানকার পড়াশোনার পাট চুকিয়ে দেন তিনি।
এরপর তিনি চলে যান অপেক্ষাকৃত ছোট শহর, ক্য়ালিফোর্নিয়ার পালো অল্টোয়। তাঁর স্বপ্ন ছিল, নিজের সংস্থা খুলবেন। সেটাই করেন তিনি।
তার আগে ব্যাকপ্লেন নামে একটি সংস্থায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়র হিসাবে চাকরি করেন বিনয়। সেখানে শাহেদ খান নামে এক ইন্টার্নের সঙ্গে আলাপ হয় তাঁর। পরে তাঁরা একসঙ্গে লুম প্রতিষ্ঠা করেন।
লুম আদতে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে ইউজাররা নিজেদের শর্ট ভিডিয়ো তৈরি করে তা শেয়ার করতে পারেন। বর্তমানে এর ইউজার সংখ্য়া ১৪ মিলিয়নেরও বেশি। এবং ব্যবসার পরিমাণ ২ লক্ষের বেশি। ফোর্বস-এর পেশ করা হিসাব অন্তত তেমনটাই বলছে।
প্রসঙ্গত, এহেন সাফল্য়ের জন্য ২০১৮ সালে ফোর্বস-এর প্রকাশ করা অনূর্ধ্ব সেরা তিরিশের তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই বিনয় হিরেমথ!