জানা গিয়েছে, এই ঘটনায় মাদক উদ্ধারের রুদ্ধশ্বাস অপারেশনে ভারতীয় নৌসেনার সঙ্গে ছিল গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, ছিল নারকোটিক্স ব্যুরো। এই তাবড় যৌথ অপারেশনের জেরে আরব সাগরের বুক থেকে একটি নৌকা থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ মাদক।
বিপুল পরিমাণ মাদক উদ্ধার আরব সাগরে। সৌজন্য- এক্স/@indiannavy
ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ অপরেশনে ছিল গুজরাট এটিএস ও নারকোটিক্স ব্যুরোর। আর তাদের সম্মিলিত তৎপরতায় আরব সাগরে গুজরাটের উপকূলে উদ্ধার হয়েছে ৩,৩০০ কেজিরও বেশি মাদক। জানা গিয়েছে, যে নৌকা থেকে মাদক উদ্ধার হয়েছে সেইনৌকায় ছিল ৫ পাকিস্তানি। তাদের আটক করা হয়েছে বলেও খবর। এদিকে, উপকূল থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিপুল মাদক উদ্ধার
জানা গিয়েছে, এই ঘটনায় মাদক উদ্ধারের রুদ্ধশ্বাস অপারেশনে ভারতীয় নৌসেনার সঙ্গে ছিল গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, ছিল নারকোটিক্স ব্যুরো। এই তাবড় যৌথ অপারেশনের জেরে আরব সাগরের বুক থেকে একটি নৌকা থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ মাদক। আরব সাগরে এই বড়সড় অপারেশনে নৌসেনার সঙ্গে ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বাউন্ডারি। এদিকে, জানা গিয়েছে, যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তাতে চরস, মেথামফেটামাইন, মরফিন সহ একাধিক মাদক উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, যে নৌকায় করে এই মাদক পাচার হচ্ছিল, সেখানে ছিল ৫ পাকিস্তানি। তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। ৫ পাকিস্তানিকেই আটকের পর গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতের বুকে এইটিই সবচেয়ে বড় পরিমাণের মাদক উদ্ধারের ঘটনা।