আবারও আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় ক্যাব চালক।আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ক্যাব চালকের মাথায় বোতল দিয়ে হামলা করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।গত দুই সপ্তাহে আয়ারল্যান্ডে ভারতীয়দের উপর তৃতীয়বার বর্বর হামলার ঘটনা ঘটল। আর সাম্প্রতিক এই বর্ণবিদ্বেষের হামলার ঘটনাগুলো ভারতীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। (আরও পড়ুন: লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী)
আরও পড়ুন: একের পর এক বৈঠক দিল্লিতে, জম্মু ও কাশ্মীর নিয়ে জল্পনা চরমে
ডাবলিন লাইভের প্রতিবেদন অনুসারে, আক্রান্ত ব্যক্তির নাম লাখবীর সিং। তিনি পেশায় একজন ক্যাবচালক। গত ২৩ বছর ধরে তিনি আয়ারল্যান্ডে রয়েছেন।সেখানে এক দশক ধরে ক্যাব চালক হিসেবে কাজ করছেন। গত শুক্রবার রাতে লাখবীর সিং উত্তর ডাবলিনের এক এলাকা থেকে দুই যুবককে (বয়স আনুমানিক ২০ বা ২১) তুলেছিলেন এবং তাদের গন্তব্য ছিল পপিনট্রি। অভিযোগ, সঠিক সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছয় গাড়ি। কিন্তু গাড়ি থামার পরেই সেই দুই যুবক আচমকা দরজা খুলে লাখবীর সিংকে আক্রমণ করে। ভারতীয়র মাথায় দু’বার বোতল দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর জখম হন। শুধু তাই নয়, তারা ক্যাব চালককে আঘাত করে দৌড়ে চলে যাওয়ার সময় চিৎকার করে বলে, ‘নিজের দেশে ফিরে যাও।' (আরও পড়ুন: যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ, অভিযোগ ইউক্রেনের)
আরও পড়ুন-পরীক্ষা চাপ নয় উৎসব! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ
আক্রমণের পর রক্তাক্ত অবস্থায় লাখবীর সিং ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়েই গার্ডাই (আয়ারল্যান্ড পুলিশ) এবং জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছায়। ক্যাব চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, 'গত ১০ বছরে আমি কখনও এমন কিছু দেখিনি, এই ঘটনার পর বেশ ভয় পাচ্ছি।' তিনি আরও বলেন, 'আমি ওদের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করিনি। কোনও কথাবার্তা ছাড়াই, হঠাৎই আমাকে মারধর শুরু করে। মনে হচ্ছে, আমি শুধু ভারতীয় বলেই এই আক্রমণের শিকার।' ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে গার্ডাই।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। (আরও পড়ুন: আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোনই 'মেড ইন ইন্ডিয়া', জানালেন টিম কুক নিজেই)
আরও পড়ুন: ১৭০০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় ইডির মুখোমুখি হতে দিল্লিতে অনিল আম্বানি
এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই টালাঘটে এক ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিককে কিশোর গ্যাং মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠে। অন্যদিকে, ডাবলিনে আরেকজন ৩২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতিকেও কিশোররা নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ।এই একের পর এক হামলা আয়ারল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপে থাকা বহু প্রবাসী এবং মানবাধিকার সংগঠন।এই ঘটনাগুলোর প্রতিবাদে ডাবলিনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ২৫ জুলাই টালাঘটে ‘ইউনাইটেড এগেইনস্ট রেসিজম’ এবং ‘ডাবলিন সাউথ ওয়েস্ট টুগেদার’ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।ডাবলিন সিটি হল থেকে ন্যাশনাল গ্যালারি পর্যন্ত প্রায় ৮০০ জন ভারতীয়, বাংলাদেশি এবং আইরিশ নাগরিক ‘সে নো টু রেসিজম’ এবং ‘আয়ারল্যান্ড ইজ হোম’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। একটি অনলাইন পিটিশনে ১৫,০০০-এর বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যা সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।