
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'আপনারা যা কিছু কল্পনা করতে পারেন, তার সবকিছু আছে ভারতে। আপনাদের কল্পনাশক্তির বাইরেও অনেক কিছু আছে ভারতে।' বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’-র উদ্বোধনে বিদেশি পর্যটকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তাঁদের ধন্যবাদও জানান।
শুক্রবার ভার্চুয়ালি বারাণসী থেকে ডিব্রুগড়গামী নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’-র উদ্বোধন করেন মোদী। প্রমোদতরীকে সবুজ পতাকা দেখানোর আগে মোদী বলেন, ‘আজ সেইসব বিদেশি পর্যটকদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যাঁরা এই ক্রুজের প্রথম সফরে সামিল হয়েছেন। আপনারা সবাই একটি প্রাচীন শহর থেকে একটি আধুনিক ক্রুজে চেপে সফর শুরু করতে চলেছেন। এই বিদেশি পর্যটকদের বলতে চাই, আপনারা যা কিছু কল্পনা করতে পারেন, তার সবকিছু আছে ভারতে।'
বিদেশি পর্যটকদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী আরও বলেন, 'আপনাদের কল্পনাশক্তির বাইরেও অনেক কিছু আছে ভারতে। কোনও শব্দের মাধ্যমে ভারতের ব্যাখ্যা করা যায় না। নিজের মনন দিয়ে ভারতকে অনুভব করা যায়। কারণ ভারত সর্বদা দু'হাত দিয়ে সকলকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে। ধর্ম, দেশ, জাতি, বর্ণ নির্বিশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটক বন্ধুদের আমরা সাদরে অভ্যর্থনা জানিয়েছি।’
‘গঙ্গা বিলাস’-র প্রথম যাত্রায় আছেন সুইৎজারল্যান্ডের ৩২ জন। তেমনই একজন সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, 'এই ক্রুজটি একেবারে নতুন। কর্মীরা দুর্দান্ত। ঘরগুলি দারুণ। আগামী পাঁচ সপ্তাহে আমরা গঙ্গা এবং ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাব।'
আরও পড়ুন: Ganga Vilas River Cruise: কলকাতা, বাংলাদেশ ছুঁয়ে ৫১ দিনে বারাণসী থেকে ডিব্রুগড়! ভাড়া কত পড়বে?
নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’
১) বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে ‘গঙ্গা বিলাস’। মোট ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। বারাণসীর রবিদাস ঘাট থেকে যাত্রা শুরু করেছে। ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করবে সেই বিলাসবহুল প্রমোদতরী। পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের ঢাকাকে ছুঁয়ে যাবে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীতে চলবে।
২) বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে যাত্রা শুরুর অষ্টম দিনে পাটনায় পৌঁছাবে ‘গঙ্গা বিলাস’। ২০ তম দিনে কলকাতায় পৌঁছাবে। সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবে। তারপর গুয়াহাটি এবং শিবসাগর হয়ে ৫১ তম দিনে ডিব্রুগড়ে পৌঁছাবে। যাত্রাপথে বগিবিল ব্রিজেরও সাক্ষী থাকবেন পর্যটকরা।
৩) হেরিটেজ তকমা পাওয়া বিভিন্ন জায়গা-সহ যাত্রাপথে ৫০ টি জায়গায় দাঁড়াবে 'গঙ্গা বিলাস'। যে জায়গাগুলি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলতে সুন্দরবন বদ্বীপ এবং কাজিরাঙা জাতীয় উদ্যান-সহ অভয়ারণ্য, জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে ক্রুজ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
6.88% Weekly Cashback on 2025 IPL Sports