শুল্ক জুজু দেখিয়ে টিম কুককে শাসানোর পর এবার ডোনাল্ড ট্রাম্পের নিশানায় স্যামসাং এবং 'অন্যান্য' মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এর আগে অ্যাপলকে 'সতর্ক' করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি ভারত বা 'অন্য কোথাও' আইফোন বানানো হয়, তাহলে আমেরিকায় সেই মোবাইলের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সেই সতর্কবাণীর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের নিশানা স্যামসাং এবং অন্যান্য মোবাইল সংস্থাগুলি। ট্রাম্প জানান, শুল্ক সংক্রান্ত নীতি শুধুমাত্র অ্যাপলের জন্য প্রযোজ্য হবে না, স্যামসাং এবং যারাই আমেরিকায় মোবাইল তৈরি করবে না, তাদের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হবে। (আরও পড়ুন: জঙ্গিদের শেষকৃত্যে হাজির সেনা আধিকারিকরা, UNSC-তে পাক মুখোশ ছিঁড়ল ভারত)
আরও পড়ুন: 'জঙ্গিদের পৃষ্ঠপোষক ইউনুস… বিপন্ন ভারতের নিরাপত্তা', বিস্ফোরক আওয়ামি লিগের
এর আগে শুক্রবার বিকেলে (ভারতীয় সময় অনুযায়ী) ট্রাম্প বলেছেন, 'আমি অনেকদিন আগেই অ্যাপলের টিম কুককে জানিয়ে দিয়েছিলাম, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোথাও সেগুলি তৈরি করলে চলবে না। যদি সেটা হয়, তাহলে অ্যাপলকে আমেরিকায় কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।' এদিকে এর আগে আইফোনের নির্মাতারা জানিয়েছিলেন, জুন ত্রৈমাসিকে আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি ভারতেই তৈরি করা হবে। যদিও গত সপ্তাহে অ্যাপলকে শাসিয়ে ট্রাম্প বলেছিলেন, আমেরিকার বাজারে যে আইনফোন বিক্রি করা হবে, সেগুলি তৈরির জন্য ভারতে কারখানা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে, সেটা যেন বন্ধ করে দেওয়া হয়। (আরও পড়ুন: নিজের সংস্থাকে একের পর এক সুবিধা, নোবেলজয়ী ইউনুস এখন 'ভিলেন' বাংলাদেশে!)
যদিও অ্যাপলের মতো সংস্থার উপরে ট্রাম্প আদৌও শুল্ক চাপাতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আপাতত অ্যাপলের তরফে কোনও মন্তব্য করা হয়নি বলে সংবাদসংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে। এমনিতে চিনের সঙ্গে আমেরিকার শুল্কযুদ্ধ এবং জোগান সংক্রান্ত বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার জেরে ভারতে আইফোন তৈরির বিকল্প জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছিল অ্যাপল। তবে ট্রাম্পের ভারতে আপত্তি আছে। সাম্প্রতিক সময়ে বারবার ট্রাম্পের 'ভারত বিরোধী' অবস্থান সামনে এসেছে। ভারত-পাক সংঘাত থেকে শুরু করে বাণিজ্য ক্ষেত্রে ট্রাম্প ভারত বিরোধী বেশ কিছু মন্তব্য করেছেন।