বিরোধী ইন্ডিয়া ব্লকের তরফ থেকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদের প্রস্তাব দেওয়া হল নীতীশ কুমারকে। এনডিএ-তে ভাঙন ধরিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠনের ছক কষছে বিরোধীরা। আর সেই অঙ্কে গুরুত্বপূর্ণ সমীকরণ মেলানোর চেষ্টা করলেন শরদ পাওয়ার। সূত্রের খবর, নীতীশ কমুরাকে আজ ফোন করে এনডিএ ছেড়ে ইন্ডিয়াতে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন শরদ পাওয়ার। উল্লেখ্য, নীতীশের হাত ধরেই ইন্ডিয়া ব্লকের সূচনা হয়েছিল পটনা থেকে। এই আবহে আজ নীতীশকে ফোন করে শরদ প্রস্তাব দেন, ইন্ডিয়া ব্লক সরকার গঠন করলে নীতীশকে ডেপুটি প্রধানমন্ত্রী করা হবে। (আরও পড়ুন: BJP-র বেহাল দশার মাঝে ‘খেলা’ ঘোরালেন মোদী? এক ফোনে নিশ্চিত করলেন সরকার গঠন: রিপোর্ট)
আরও পড়ুন: ম্যাজিক ফিগারও ছুঁতে পারছে না BJP, দেশ ও বাংলায় ডাহা ফেল বুথফেরত সমীক্ষা
রিপোর্ট অনুযায়ী, দুপুর পর্যন্ত বিজেপি এখনও এগিয়ে বা জয়ী ২৪০টি আসনে, এদিকে জনতা দল ইউনাইটেড এগিয়ে ১৫টি আসনে, টিডিপি এগিয়ে ১৬টি আসনে। এলজেপি এগিয়ে ৫টি আসনে, শিবসেনা (একনাথ শিন্ডে) এগিয়ে ৫ আসনে, জনতা দল সেকুলার এগিয়ে ২ আসনে, জনসেনা এগিয়ে ২ আসনে। এই আবহে জোটসঙ্গীদের সঙ্গে নিয়েই সরকার গঠন করতে হবে বিজেপিকে। এখান থেকেই জোট ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করছে কংগ্রেস। সেই প্রচেষ্টাও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। (আরও পড়ুন: ৫০০০ পয়েন্টের ধস সেনসেক্সে, BJP-র 'পতনে' পদ্মপাঁকে ফাঁসল শেয়ার বাজার)
আরও পড়ুন: LS Vote Counting Result LIVE: ৩০০ছুঁইছুঁই NDA, মোদীর পদত্যাগের দাবি কংগ্রেসের
ইন্ডিয়া জোটের দলগুলি সম্মিলিত ভাবে এগিয়ে আছে ২৩০টির কাছাকাছি আসনে। এদিকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে তাদের আরও ৪২টি আসন পেতে হবে। এই আবহে টিডিপি, জেডিইউ এবং এলজেপির মতো দলের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়া জোট। রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির দ্বারস্থ হয়েছেন। কংগ্রেসও নাকি জেডিইউর সঙ্গে আলোচনা করার বার্তা পাঠিয়েছে। এমনকী একনাথ শিন্ডে এবং চিরাগ পাসওয়ানের সঙ্গেও আলোচনার বার্তা পাঠানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এদিকে অন্যান্য ছোট দলগুলিকে নিয়ে ২৭২-এর ম্যাজিক ফিগার পার করার ছক কষছে কংগ্রেস। এদিকে এনডিএ-র দলগুলির সঙ্গে কংগ্রেসের কথাবার্তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল পবন খেরার থেকে। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি তিনি। পবন বলেন, 'এই সব কথা কি আর জনসমক্ষে বলা হয়? আমরা ২৯৫ আসনের টার্গেটে আমরা অটল।'