সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে বারংবার বিএসএফকে বাধা দিয়েছে বিজিবি। তবে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি, বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠকে নাকি উভয় পক্ষই সীমান্তের ১০০টি স্থান চিহ্নিত করেছে যেখানে সীমান্ত দেওয়া হবে। এমনই দাবি করা হয়েছে টেলিগ্রাফের রিপোর্টে। এদিকে দুই দেশই যোগাযোগ স্থাপনের জন্যে একটি নির্দিষ্ট মাধ্যম স্থির কথার বিষয়ে সহমত হয়েছে। সীমান্তে উত্তেজনার মাঝে 'আস্থা' বৃদ্ধির বার্তা দেওয়া হয়েছে দুই পক্ষেই। (আরও পড়ুন: আমেরিকার সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির মুখে মোদীর নাম, বললেন...)
আরও পড়ুন: নিজের ভালোর জন্যেই শুল্ক কমানো উচিত ভারতের, বড় মন্তব্য নীতি আয়োগের CEO-র
এর আগে সম্প্রতি মালদার সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ছড়িয়েছিল। গত ১৮ জানুয়ারি মালদায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছিল বিএসএফ। সুকদেবপুরবাসীদের অভিযোগ, ইউনুস জমানাতেই বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে এসে লুটপাট চালাতে শুরু করেছে। তেহট্ট এলাকাতেও কৃষিজমিতে লুটপাটের অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। অপরদিকে উত্তর দিনাজপুরে অনপ্রেশের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এদিকে উত্তরে জলপাইগুড়িতেও সীমান্তে মতবিরোধ দেখা দিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। সীমান্ত নিয়ে নদিয়াতেও উত্তেজনা ছড়িয়েছিল। (আরও পড়ুন: ইলনের পালটা নির্দেশ কাশের, এবার কি মাস্কের সঙ্গে কি 'সংঘাতে' FBI প্রধান প্যাটেল?)
আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে ধনী পাঁচ পরিবারে ভারতের ২, শীর্ষ ২০-তে আরও ৪ নাম, তাতেও নেই আদানি
ভারত-বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর অংশে ৫ কিলোমিটার এলাকায় নাকি বিজিবি নিজেদের 'দখল প্রতিষ্ঠা' করেছিল সম্প্রতি। এই ৫ কিলোমিটার জমি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে দেখা দেয় মতপার্থক্য। উল্লেখ্য, এই কোদালিয়া নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে মহেশপুর উপজেলার শ্যামকুড় দিয়ে। এরপর কিছু দূর বয়ে তা মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে আবার ভারতের রানাঘাটে প্রবেশ করে। এখানেই প্রায় ৫ কিলোমিটার এলাকা নিয়ে 'মতপার্থক্য'। উল্লেখ্য, পূর্ব পাকিস্তান আমলে ১৯৬১ সালের মানচিত্রের বরাত দিয়ে বিজিবি দাবি করে, ওই ৫ কিলোমিটার এলাকা তাদের। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৫ সালে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী এই পাঁচ কিলোমিটার এলাকা ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত। (আরও পড়ুন: ডিএ ক্ষোভের মাঝে মামলা, সরকারি কর্মীদের কাছে মাথা নত রাজ্য সরকারের, ঢুকবে বকেয়া)
আরও পড়ুন: আরও বৃষ্টি হতে পারে রাজ্যে, এরপর কি গরম বাড়তে চলেছে কলকাতায়?