India Stalled Russian Nuclear Attack: রুশ পারমাণবিক হামলা আটকাতে বড় ভূমিকা ভারতের, গোপন কথা জানালেন মার্কিন বিদেশ সচিব
2 মিনিটে পড়ুন Updated: 25 Feb 2023, 08:45 AM ISTবিগত বেশ কয়েক মাস ধরেই পারমাণবিক যুদ্ধের একটি আবহ তৈরি হয়েছিল। রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল, ইউক্রেন নিজেরাই পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের ঘাড়ে দোষ চাপানোর পরিকল্পনা করছে। এদিকে ইউক্রেনের দাবি ছিল, রাশিয়ার এই ভিত্তিহীন দাবি আদতে পারমাণবিক হামলার করার একটা অজুহাত। এই সবের মাঝেই রাশিয়াকে পারমাণবিক হামলা করা থেকে নাকি বিরত রাখতে সক্ষম হয়েছিল ভারত ও চিন।
রুশ পারমাণবিক হামলা আটকাতে বড় ভূমিকা ভারতের, গোপন কথা জানালেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন।