Karnataka Ministers: হাজার কোটির মালিক ডিকে, কর্ণাটকে ৩২ মন্ত্রীর মধ্যে ৩১ জনই কোটিপতি! বলছে এডিআর রিপোর্ট Updated: 29 May 2023, 09:33 PM IST Sritama Mitra কর্ণাটক মন্ত্রিসভায় সবচেয়ে কম অঙ্কের সম্পত্তি যাঁর রয়েছে তিনি মুধোলের তিম্মাপুর রামাপ্পা বালাপ্পা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৮.৫৬ লাখ।