আদালত চত্বরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার শুনানি হল। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানালেন, সন্ত্রাসবাদ মামলায় তাঁর জেল হলে তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন।
পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার শুনানি ছিল গত বৃহস্পতিবার। ইসলামাবাদ হাইকোর্টে সন্ত্রাসমূলক কার্যকলাপের আশঙ্কায় দুপুর থেকে হাইকোর্ট চত্বরে সাতশো’রও বেশি পুলিশ কর্মী মোতায়ন করে প্রশাসন। ইমরান খান ছাড়াও এদিন এই মামলায় পিটিআইয়ের আরও বেশ কয়েকজন নেতা আদালতে আসেন। তবে কড়া নিরাপত্তা থাকার কারণে তাদের আদালতের ভিতরে ঢুকতে দেয়নি পুলিশ। হাইকোর্ট চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ইমরান প্রশ্ন তোলেন, ‘আমি আশ্চর্য হয়েছি। প্রশাসন কাকে এত ভয় পাচ্ছে?’