আসবাবপত্র বিক্রি করা সুইডিশ ব্র্যান্ড আইকিয়া ২০২৫ সালের ১ মার্চ থেকে দিল্লি-এনসিআরে অনলাইন ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে। এছাড়াও উত্তর ভারতে আরও ৯টি শহরে অনলাইন ডেলিভারি পরিষেবা চালাবে আইকিয়া। সেই সব শহরগুলি হল - আগ্রা, প্রয়াগরাজ, অমৃতসর, চণ্ডীগড়, জয়পুর, কানপুর, লখনউ, লুধিয়ানা এবং বারাণসী। আইকিয়া ইন্ডিয়ার সিইও এবং চিফ সাসটেইনেবিলিটি অফিসার সুজান পুলভেরার ২৭ ফেব্রুয়ারি একটি ইভেন্টে বলেন, এই অনলাইন ডেলিভারি পরিষেবাটি শুরু করার জন্য সংস্থাটি ৫০টি বৈদ্যুতিক গাড়ি মোতায়েন করবে। (আরও পড়ুন: বেলঘরিয়ায় রেললাইনের পাশে পড়ে প্রাক্তন বাম কাউন্সিলরের দেহ, তদন্তে GRP)
আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে পড়ল চলন্ত লোকালে, পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি
এই আবহে গ্রাহকরা আইকিয়া অ্যাপ, ওয়েবসাইট এবং ফোন সহায়তার মাধ্যমে সাত হাজারেরও বেশি পণ্যের থেকে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। ভারতের হায়দরাবাদে প্রথম স্টোর খুলেছিল আইকিয়ার। সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে আনুষ্ঠানিক প্রবেশের আগেই দিল্লি এনসিআর-এ প্রায় ১ লক্ষ গ্রাহক আইকিয়ার কমিউনিটির অংশ হওয়ার জন্য সাইন আপ করেছেন। এদিকে চলতি সপ্তাহেই গুরগাওঁতে সংস্থার প্রথম সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশন সেন্টার চালু করেছে আইকিয়া। ১ লাখ ৮০ হাজার বর্গ ফুটের এই সেন্টারেই একদিকে থাকবে বিশাল স্টোর, অপরদিকে থাকবে ই-কমার্সের গোডাউন। (আরও পড়ুন: এমন ঘটনা কি আগেও ঘটেছে? পুনেতে বাসে পড়ে একাধিক কন্ডোম, অন্তর্বাস, মদের বোতল!)
আরও পড়ুন: ৬ দিনে দ্বিতীয়বার কলকাতায় দাম কমল সোনার, জানুন হলুদ ধাতুর আজকের রেট