সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হামলার ঘটনায় দেশব্যাপী তোলপাড় পড়ে গিয়েছে। বুধবার পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। তাঁদের হাতে ছিল ক্যানিস্টার। সেখান থেকে হলুদ ধোঁয়া বেরোতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে সংসদে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। যার মধ্যে একজনের নাম হল ডি মনোরঞ্জন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুবকের বাবা দেবরাজগৌড়া। তিনি জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে তার ছেলেকে ফাঁসি দেওয়া হোক।
আরও পড়ুন: ‘কর্নাটকের বিজেপি সাংসদকে বহিষ্কার করতে হবে’, সংসদে হামলার ঘটনায় সরব তৃণমূল
ঘটনার পরেই একটি সংবাদ মাধ্যমকে দেবরাজগৌড়া বলেন, ‘আমার ছেলের।সোনার চরিত্র। সে সবসময় মানুষের জন্য ভালো করতে চেয়েছিল। তবে সে এমন কাজ করেছে শুনে আমি হতবাক। কিন্তু আমি সংসদে তার হামলার নিন্দা জানাই। সংসদ হল মহান মানুষদের তৈরি একটি মন্দির। যে এটা করেছে, এটা অন্যায়। যদি সে দোষী প্রমাণিত হয়, তাহলে সে আর আমার ছেলে নয়।’
জানা গিয়েছে জানা গিয়েছে, ডি মনোরঞ্জন মাইসুরের মাল্লাপুরা গ্রামের বাসিন্দা। কৃষক পরিবারের সন্তান ওই যুবক। মনোরঞ্জনের শিক্ষার জন্য ১৫ বছর আগে ওই পরিবার মাইসুরুতে এসেছিল। বিই’তে পড়াশুনা করেছে। কৃষিকাজেও বাবাকে সাহায্য করেছে। তার বাবা জানান, মনোরঞ্জন প্রচুর পড়াশোনা করত। বিশেষ করে স্বামী বিবেকানন্দের বই সে বেশি করে পড়ত। তাঁর আশঙ্কা, চরম জ্ঞান তাকে এমন একটি কাজ করতে প্ররোচিত করেছে।