অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে স্বামীর কাছে যাওয়ার পথে উত্তরপ্রদেশের এক মহিলাকে আটকে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোনঠাসা করতে শুরু করেছে নয়া দিল্লি। বুধবারই ঘোষণা করা হয়, রবিবারের মধ্যেই সব পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়তে হবে। এই পরিস্থিতিতে ডেডলাইনের শেষে গেল, আটারি-ওয়াঘা সীমান্ত পারাপারের ভিড়। এরই মধ্যে ভারতের বৈধ পাসপোর্ট না থাকায় কাউকে শ্বশুরবাড়ি থেকে ফিরতে হল পাকিস্তানে। কোনও মহিলাকে থেকে যেতে হল ভারতে, সন্তানদের পাঠিয়ে দিতে হল পাকিস্তানে। তাদের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মীরাটের সানা। (আরও পড়ুন: 'হাসিনাকে চুপ রাখতে বললে মোদী আমাকে বলেন...', এবার সত্যিটা মানলেন খোদ ইউনুস)
আরও পড়ুন-পাকিস্তানের আকাশসীমা বন্ধ! যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা ডিজিসিএ-র
সূত্রের খবর, ২০২০ সালে সানার বিয়ে হয় করাচির চিকিৎসক বিলালের সঙ্গে। পাঁচ বছর কেটে গেলেও এখনও পাকিস্তানি নাগরিকত্ব পাননি সানা। তাদের দুটি শিশু সন্তানও রয়েছে। ১৪ এপ্রিল সানা বিয়ের পর দ্বিতীয়বারের মতো ৪৫ দিনের ভিসা নিয়ে ভারতে আসেন। সারধানা গ্রামে তার পরিবারের সঙ্গেই ছিলেন। ১১ দিন পর যখন পহেলগাঁও হামলার ঘটনায় সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়, তখনই সরকারের নির্দেশ অনুসরণ করে তাঁকে অবিলম্বে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়। কিন্তু তাঁর পাকিস্তানি পাসপোর্ট নেই। পাকিস্তানের নিয়ম অনুসারে বিয়ের নয় বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি পাকিস্তানি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। তাই তাঁর সন্তানদের পাকিস্তানে যেতে অসুবিধে না থাকলেও, সানার ক্ষেত্রে আছে বলে দাবি নিয়ন্ত্রণরেখায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। তাই সানা এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে যখন পাকিস্তানে ফিরছিলেন, তখন অটারী সীমান্তেই তাঁকে আটকে দেওয়া হয়। সানার সন্তানদের ফেরার অনুমতি দিলেও, সানাকে আবার নিজের বাড়িতেই ফিরে যেতে বলা হয়।
আরও পড়ুন: ISIS-এর সঙ্গে তুলনা, পাকিস্তানকে ফালাফালা করলেন ওয়াইসি, বললেন…
এই প্রসঙ্গে সানা বলেন, 'আমার স্বামী আমাকে নিতে সীমান্তের ওপারে অপেক্ষা করছিল। কী যে হল কিছুই বুঝলাম না। আমার সন্তানেরা এখানে আমার সঙ্গে থাকতে পারল না। আর আমিও ওদের সঙ্গে যেতে পারলাম না।' বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার দেশে ফিরলেন তিনি। শেষবার এসেছিলেন তিন বছর আগে। আপাতত তিনি উত্তরপ্রদেশে থাকলেও, তার সন্তানরা ফিরে গিয়েছে পাকিস্তানের বাড়িতে। (আরও পড়ুন: ভারত-পাকের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাংলাদেশি বিদেশ উপদেষ্টা)
আরও পড়ুন: ছুটেছে রাতের ঘুম, ভারতের দুঃস্বপ্নে কেঁপে ওঠা পাক সেনা গতরাতে যা করল LoC-তে…
পহেলগাঁও জঙ্গিহানার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। কূটনৈতিক লড়াইয়ের পদক্ষেপ হিসাবে পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় নয়া দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। যাঁরা মেডিক্যাল ভিসায় ভারতে এসেছেন তাঁদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে ২৯ এপ্রিল।এই নির্দেশ আসার পর এক আধিকারিক জানিয়েছেন, গত দু’দিনে অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরেছেন পাকিস্তানের ২৫০ জন নাগরিক।