কিছুদিন আগেই উত্তাল হয়েছিল বাংলাদেশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছিলেন ছাত্র ছাত্রীরা। মাঝপথে বাতিল হয়ে গিয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে এবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্য়ে যেকোনও দিন এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে তেমনটাই জানা গিয়েছে।
বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমণ্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছেন, তাঁরা আশা করছেন শীঘ্রই ফলাফল প্রকাশের দিন তাঁরা জানিয়ে দিতে পারবেন।
এবার প্রশ্ন কয়েকটি পরীক্ষা তো হয়নি। সেক্ষেত্রে কীসের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। মূলত যেটা দেখা হচ্ছে যেসব পরীক্ষা হয়েছে তার উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেই বিষয়গুলির ম্যাপিং করা হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সেই ম্যাপিং করা হবে। তার ভিত্তিতেই সেই পরীক্ষা না হওয়া বিষয়গুলিরও ফলাফল প্রকাশ করা হবে। কোনও ছাত্র ছাত্রী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই নম্বর দেওয়ার ব্যাপারে বিবেচনা করা হবে।