Hamas Sexual Violence in Israel: 'স্তন কেটে নিয়ে তা দিয়ে বলের মত খেলছিল… চলছিল ধর্ষণ', প্রকাশ্যে হামাসের বিভীষিকা
2 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2023, 11:30 AM ISTরিপোর্টে দাবি করা হয়েছে, হামাসের হামলার পর ইজরায়েলে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল, যাঁর যৌনাঙ্গের কাছে পেরেক পুঁতে দেওয়া হয়েছিল। জঙ্গিরা এই মহিলাকে ধর্ষণ করেছিল বলে অনুমান করা হয়। এই ধরনেরই বিকৃত অবস্থায় অন্তত ৩০ জন মহিলার মৃতদেহ উদ্ধার হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
ইজরায়েলি তরুণীদের ওপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ হামাসের বিরুদ্ধে।