Gyanvapi Mosque Carbon Dating: জ্ঞানবাপীর 'শিবলিঙ্গ'র কার্বন ডেটিং সম্ভব? জবাব দিতে ASI-কে ৮ সপ্তাহ সময় দিল HC
1 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2023, 05:03 PM ISTপ্রসঙ্গত, জ্ঞানবাপীর অজুখানায় এক পাথরকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করে মসজিদে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে মামলা করা হয়েছিল বারাণসী আদালতে। এই আবহে 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে।
জ্ঞানবাপী মসজিদ