বাংলা নিউজ > ঘরে বাইরে > Gyanvapi Masjid survey: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের কাছে মিলল স্বস্তিক চিহ্ন, সার্ভে ঘিরে বিতর্কের মাঝে তোপ ওয়াইসির
পরবর্তী খবর
বারাণসীর জ্ঞানবাপি-শ্রীঙ্গার গৌরী কমপ্লেক্সে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির সময় জ্ঞানবাপি মসজিদের কাছে দুটি স্বস্তিকের চিহ্ন দেখা গিয়েছিল শনিবার। এরপরই বিক্ষোভের মুখে পড়ে প্রশাসনের পক্ষ থেকে এই সমীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। কোর্ট কমিশনারের দলের ভিডিয়োগ্রাফাররা বলেন যে তাঁরা সমীক্ষা চালনোর সময় মসজিদের বাইরে দুটি অবছা কিন্তু সুস্পষ্ট স্বস্তিক চিহ্ন দেখতে পান। তিনি বলেন যে স্বস্তিকগুলি সম্ভবত প্রাচীনকালে তৈরি হয়েছিল। (আরও পড়ুন: তাজমহলের ঘরে লুকিয়ে হিন্দু দেবদেবীর মূর্তি! রহস্য ভেদে হাইকোর্টে মামলা BJP-র)