বাংলা নিউজ > ঘরে বাইরে > স্টেশনে ও ট্রেনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বেশ কিছু সুবিধা দিতে তৎপর রেল, খসড়া বিধি ইস্যু কেন্দ্রের
পরবর্তী খবর
স্টেশনে ও ট্রেনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বেশ কিছু সুবিধা দিতে তৎপর রেল, খসড়া বিধি ইস্যু কেন্দ্রের
1 মিনিটে পড়ুন Updated: 01 Jan 2024, 06:39 AM ISTSritama Mitra
যাতে রেলকে আরও বেশি যাত্রী বান্ধব করা যায়, তার জন্য রেলের পিডাব্লিউডি বিভাগের এই উদ্যোগ। এই উদ্যোগের হাত ধরে রেলকে আরও বেশি মানুষের সহজ চলাচলের মাধ্যম বানানোর লক্ষ্য রয়েছে।
ট্রেনে বিশেষভাবে সক্ষমদের জন্য পদক্ষেপ রেলের। প্রতীকী ছবি।
যাতে দেশের বিভিন্ন রেলস্টেশনে শারীরিক প্রতিবন্ধীরা (বিশেষভাবে সক্ষম) ট্রেনে ও স্টেশনে ওঠানামা করতে পারেন সহজে বা স্টেশনে সহজে চলাচল করতে পারেন, তার জন্য কেন্দ্র ইস্যু করেছে একটি খসড়া বিধি। এই খসড়া বিধি রেলের গাইডলাইনে একবার অন্তর্ভূক্ত হলে বিশেষভাবে সক্ষমরা রেলস্টেশনগুলিতে নানান সুবিধা পাবেন।
যাতে রেলকে আরও বেশি যাত্রী বান্ধব করা যায়, তার জন্য রেলের পিডাব্লিউডি বিভাগের এই উদ্যোগ। এই উদ্যোগের হাত ধরে রেলকে আরও বেশি মানুষের সহজ চলাচলের মাধ্যম বানানোর লক্ষ্য রয়েছে। জানা গিয়েছে, ওই খসড়া বিধি নিয়ে ২৯ জানুয়ারির মধ্যে মতামত জানানোর শেষ তারিখ রয়েছে সংশ্লিষ্ট মহলের কাছে। রেলবোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কোন কোন স্টেশনে কী কী সুবিধা রাখছে রেল। জানা গিয়েছে, কেন্দ্র যে খসড়া বিধি প্রকাশ করেছে, তা রেলবোর্ডকে তাদের গাইডলাইনের অন্তর্ভূক্ত করতে বলা হয়েছে। এদিকে, গাইডলাইনে যে সমস্ত বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, তা হল, বিশেষভাবে সক্ষমদের জন্য রেলের আলাদা ওয়েবসাইট থাকবে। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়ামের গাইডলাইন মেনে চলবে। এতে থাকবে টেক্সট টু স্পিচ সহ বিভিন্ন বিষয়। এছাড়াও বিশেষভাবে সক্ষমদের জন্য একটি মোবাইল অ্যাপের কথাও বলা হয়েছে। সেখানে এক ক্লিকেই জানা যাবে কী কী সুবিধা রেলস্টেশনে একজন বিশেষবাবে সক্ষম ব্যক্তি পেতে পারেন। এছাড়াও তিনি ট্রেনে কী কী সুবিধা পেতে পারেন, তাও জানা যাবে ওই অ্যাপ থেকে।
এছাড়াও যে বড় বিষয়ের ভাবনা চিন্তা রয়েছে রেলের, তা হল, জনতার জন্য যে ঘোষণা স্টেশনগুলিতে হয় সেই পাবলিক অ্য়ানাউন্সমেন্টের সঙ্গেই এবার থেকে বিশেষভাবে সক্ষমদের জন্যও ঘোষণা করা হবে। ফলে বিশেষভাবে সক্ষম বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিত্বরা এতে পাবেন নানান ধরনের সুবিধা। ভিড় স্টেশনে বিশেষত তাঁদের অসুবিধায় পড়তে হবে না। এছাড়াও স্টেশনগুলিতে ফ্রন্টলাইন স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা ইঙ্গিতবহ ভাষায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজনে যাবতীয় সাহায্য করতে পারেন।