আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড অনুসরণ করে অবশেষে শুক্রবার ভারতে সোনার দাম বাড়ল। যদিও অগস্টের সর্বোচ্চ রেকর্ড দরের চেয়ে এখনও ৬,০০০ টাকা পিছিয়ে রয়েছে বর্তমান দাম।এ দিন এমসিএক্স সূচকে ০.৮% বৃদ্ধি হওয়ায় প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৫৮৪ টাকা। গত চার দিন ধরে বাজারে লাগাতার ওঠাপড়ার শেষে গতকাল প্রতি ১০ গ্রামে ১৪২ টাকা বাড়ে সোনার দাম।পাশাপাশি, এ দিন সূচকে ০.১৭% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬১,৬০৫ টাকা। যদিও গত অগস্ট মাসে কেজিতে ৮০,০০০ টাকা রেকর্ড দরের চেয়ে তা অনেকই পিছিয়ে।আনম্তর্জাতিক বাজারে এ দিন আমেরিকার নতুন করোনাভাইরাস ত্রান প্যাকেজ ঘোষণার আগে মার্কিন কংগ্রেসের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা ঘিরে আশার পারদ চড়ায় সোনার দাম কিছু গতি পেয়েছে। সেই সঙ্গে ডলারের দাম দুর্বল থাকাতেও দাম বেড়েছে সোনার। এ দিন স্পট গোল্ড সূচকে ০.৩% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৯৮.৩১ ডলার। এর পাশাপাশি, সূচকে ০.৪% উত্থানের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৩.৯৩ ডলার। মার্কিন ডলার ও শেয়ার বাজারের অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়েই সোনার দামে ওঠানাপড়া এখন লেগেই থাকবে, জানিয়েছে কোটাক সিকিউরিটিজ। তবে খুচরো বাজারে উৎসবের মরশুমের প্রাক্কালে সোনার চাহিদা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অন্য দিকে, আন্তর্জাতিক প্রধান ব্যাঙ্কগুলি সোনা কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। গত অগস্ট মাসে কেনা সোনার চেয়ে বেশি পরিমাণ বিক্রি করেছে ব্যাঙ্কগুলি।