শুক্রবার আরও পড়ল সোনার দাম। এই নিয়ে পর পর তিন দিন সোনার দামে পতন দেখা দিল। বিশেষজ্ঞদের দাবি, একর পিছনে রয়েছে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতির ক্রমান্নয়ন এবং ডলারের তুলনায় টাকার দাম বৃদ্ধি।এ দিন এমসিএক্স সূচকে ০.২% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,১৭১ টাকা। সূচকে ০.৪৮% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৯,১৮৭ টাকা। এ দিন সোনার দামের পতনের পিছনে রয়েছে আমেরিকার চাকরি বাজার চাঙ্গা হওয়ার প্রভাবও, যার জেরে ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে লগ্নিকারীদের মধ্যে। তার পাশাপাশি, আমেরিকা-চিন সম্পর্কের ক্রমাবনতিও সোনার দাম নিম্নগামী করার পিছনে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে মনে করছেন আনন্দ রাঠি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্স সংস্থার গবেষক বিশ্লেষক জিগর ত্রিবেদি। এ দিন আন্তর্জাতিক বাজারেও দাম পড়েছে সোনার। স্পট গোল্ড সূচকে ০.১% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩৩.১৩ ডলার। ইউএস গোল্ড ফিউচার্স সূচকে ০.৩% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৮৫.৬০ ডলার। অন্য দিকে, সূচকে কোনও হেরফের না ঘটায় রুপোর দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ১৭.৯০ ডলার। সংকটকালে নিরাপদ বিনিয়োগের কারণে সোনায় লগ্নির প্রবণতা বাড়তে দেখা যায়। করোনা সংক্রমণের প্রভাবেও একই দৃশ্য দেখা যাচ্ছে গত কয়েক মাস। এই কারণে এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এর ভাঁড়ারে বৃহস্পতিবার মজুত সোনার পরিমাণ ০.৮% বেড়ে দাঁড়ায় মোট ১,১৯৭.৪৭ টন।