লোকসভা ভোটের আগে দিল্লিতে বিরোধী ইন্ডি জোটের হাইভোল্টেজ সভা আয়োজিত হয়েছিল। দিল্লিতে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গেই রাজনৈতির তাপমাত্রা চড়িয়ে এই সভায় উপস্থিত হন আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি সহ বিরোধীপক্ষের নেতানেত্রীরা। প্রসঙ্গত, এই সভায় আলাদা করে নজর কেড়েছেন সুনীতা কেজরিওয়াল ও কল্পনা সোরেন। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাও দিল্লির এই সভায় উপস্থিত হন। এছাড়াও এই সভা থেকে ইডির হাতে সদ্য জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
আজকের সভায় সুনীতা কেজরিওয়ালের বক্তব্যের দিকে নজর ছিল সকলের। স্বামীর গ্রেফতারির পর এই প্রথম রাজনৈতিক সভায় কেজরিওয়াল পত্নী। এছাড়াও তিনি ‘লোকতন্ত্র বাঁচাও’ এই মঞ্চ থেকে প্রথমবার কোনও রাজনৈতিক ভাষণ পাঠ করলেন। বক্তব্যের শুরু থেকেই কেজরিওয়ালের স্ত্রীর টার্গেটে ছিলেন নরেন্দ্র মোদী। সুনীতা প্রশ্ন করেন, ‘কেজরিওয়ালকে কি জেলে ভরা ঠিক হয়েছে?’, ‘কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে অস্তফা দেওয়া কি ঠিক?’ সুনীতা দাবি করেন, ‘মোদী আমার স্বামী কেজরিওয়ালকে জেলে ভরেছেন।’ একদিকে, লোকসভা ভোটের ময়দানে বিজেপির তরফে থেকে 'মোদী কি গ্যারান্টি' স্লোগান তুঙ্গে। কার্যত তার পাল্টা বার্তায় সুনীতা কেজরিওয়াল পাঠ করে শোনালেন স্বামী অরবিন্দ কেজরিওয়ালের ৬ গ্যারান্টি। জেল থেকে অরবিন্দ কেজরিওয়াল কী বার্তা পাঠিয়েছেন, তা পাঠ করলেন সুনীতা।
(Bharat Ratna: লালকৃষ্ণ আদবানির বাসভবনে লৌহপুরুষকে ‘ভারতরত্ন’ সম্মান প্রদান রাষ্ট্রপতির, উপস্থিত মোদী সহ বিশিষ্টরা )