Free Ration: শুধু চাল-গমই নয়, তেল, নুন, ছোলাও এবার ফ্রি-তে! Updated: 25 Aug 2022, 11:59 PM IST Soumick Majumdar যোগী সরকার ক্ষমতা পূনর্বহাল হওয়ার পর, বিনামূল্যে রেশন বিতরণ প্রকল্পটি এপ্রিল থেকে জুন পর্যন্ত, মোট তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল। ডিএসও সুনীল কুমার সিং জানান, ২৫ অগস্ট থেকে নিয়মিত রেশন বিতরণ করা হবে।