মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের গাজিপুরের সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারি। জাখানিয়ায় সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মহাকুম্ভ সম্পর্কে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এবার এই ঘটনায় আফজল আনসারির বিরুদ্ধে এফআইআর দায়ের হল থানায়। গাজিপুরের জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন সভাপতি দেবপ্রকাশ সিং সাংসদের বিরুদ্ধে শাদিয়াবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, সাংসদের এমন মন্তব্য সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।
আরও পড়ুন: পদত্যাগ ঘোষণার ২ পর ফের কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে ফিরলেন মমতা কুলকার্নি
এই ঘটনার বিষয়ে গাজিপুরের পুলিশ সুপার ইরাজ রাজা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা ২৯৯ এবং ৩৫৩(২) ধারার অধীনে সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগে প্রাক্তন সভাপতি দেবপ্রকাশ সিং জানিয়েছেন, সাংসদ হওয়া সত্ত্বেও আফজল আনসারি মহাকুম্ভ সম্পর্কে অশালীন বক্তব্য দিয়েছেন। এটি সনাতন ধর্মে বিশ্বাসী কোটি-কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। প্রাক্তন সভাপতির অভিযোগ, এর আগেও আফজল আনসারি মহাকুম্ভে আসা সাধু সন্তদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
কী বলেছিলেন সাংসদ?
ওই অনুষ্ঠানে আফজল আনসারি বলেছিলেন, ‘এটা বিশ্বাস করা হয় যে মহাকুম্ভের সময় সঙ্গমে পবিত্র স্নান করলে মানুষের পাপ ধুয়ে যাবে। মহাকুম্ভ মেলায় বিপুল জনসমাগম দেখে মনে হচ্ছে এখন কেউ নরকে থাকবে না। স্বর্গের ঘর ভর্তি হয়ে যাবে।’ এছড়াও, তিনি ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগ করেন, এই ঘটনায় মৃতদের সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।