Fact Check: পুলিশকে পেটাচ্ছে বাংলার বিধায়ক? না, ভাইরাল ভিডিয়োটি মিরাটের
1 মিনিটে পড়ুন Updated: 22 May 2024, 07:31 PM IST- , ‘বাংলার বিধায়ক মনসুর মহম্মদ দিমিরকে দেখুন। পুলিশের ইউনিফর্মে কর্তব্যরত পুলিশের এই যখন অবস্থা, তখন বাঙালির কী অবস্থা হবে…! এই ভিডিওটি শেয়ার করুন যাতে এটি সারা ভারতে দেখা যায়।’ () -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ‘BJP corporator thrash Sub Inspector, intimidate lady lawyer in Uttar Pradesh.’- এই শিরোনামে প্রকাশইত ভিডিয়োটি থেকে জানা যায় যে, ২০১৮ সালের ২০ অক্টোবর মিরাটের বিজেপি কাউন্সিলর মণীষ চৌধুরীকে গ্রেফতার করেছি পুলিশ। সাব-ইন্সপেক্টর সুখপাল সিং পানওয়ারকে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অ্যাকাউন্টে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একজন মহিলা আইজীবীকে নিয়ে বিজেপি কাউন্সিলরের রেস্তরাঁতে গিয়েছিলেন পুলিশ অফিসার। সেখানে একজন কর্মচারীর সঙ্গে প্রথমে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ওই পুলিশ অফিসার। সেখান থেকেই বিবাদের উৎপত্তি হয়েছিল।
-র রিপোর্ট অনুযায়ী, গ্রেফতারির পরে জামিন পেয়ে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।
, dated October 20, 2018.Video by A, dated October 20, 2018.
Video by , dated October 20, 2018.
Video by , dated October 20, 2018.
(এই খবরটি Newschecker দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: )