বাংলা নিউজ > ঘরে বাইরে > '+F' লোগো লিখতেই হবে এই বিশেষ চালের বস্তায়, কারা সতর্ক হবেন? জেনে নিন
পরবর্তী খবর
'+F' লোগো লিখতেই হবে এই বিশেষ চালের বস্তায়, কারা সতর্ক হবেন? জেনে নিন
1 মিনিটে পড়ুন Updated: 23 May 2022, 10:08 PM ISTSatyen Pal
ফর্টিফায়েড চাল নিয়ে বিতর্কটা থেকেই গিয়েছে। তবে এবার এই চাল নিয়ে বিশেষ সতর্কতামূবক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার এনিয়ে সতর্কতাবার্তা দেওয়া বাধ্যতামূলক করছে। কাদের জন্য় এই সতর্কতাবার্তা?
এবার Fortified Rice নিয়ে আরও সতর্ক হচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে Fortified rice যেখানে আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি ১২ সমৃদ্ধ থাকছে সেই চালের বস্তায় বিশেষ সতর্কতামূলক লেবেল দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত থ্য়ালাসেমিয়া রোগীদের জন্য এই সতর্কতামূলক লেবেল দেওয়া থাকবে। তবে এর আগেও একটি পাইলট প্রজেক্টে এই ধরনের লেবেল দেওয়া ছিল।
এদিকে ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সুপারিশ করেছে থ্যালাসেমিয়া আক্রান্ত আদিবাসী যাঁরা সরকারি চালের উপর নির্ভরশীল, তাদের কাছে এই ধরনের ফর্টিফায়েড চাল বা সমৃদ্ধ চাল স্বাস্থ্যহানির কারন হয়ে দাঁড়াতে পারে।