চলাচল শুরু করল দেশের প্রথম, 'মেড-ইন-ইন্ডিয়া' বাণিজ্যিক বিমান। অসমের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত পাড়ি দেবে বিমানটি।ডরনিয়ার 228 যাত্রীবাহী বিমানটি পরিচালনা করবে 'অ্যালায়েন্স এয়ার'। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রথম উড়ানের উদ্বোধন করবেন।১৭ সিটারের নন-প্রেশারাইজড ডরনিয়ার 228-এর মাধ্যমে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা হবে।'১২ই এপ্রিল ২০২২-এ দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। প্রথমত, ভারতে তৈরি HAL Dornier Do-228-এর প্রথম উড়ান। অসমের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত। এই প্রথম কোনও বাণিজ্যিক বিমান সংস্থা(অ্যালায়েন্স এয়ার) সিভিল অপারেশনের জন্য ভারতে নির্মিত বিমান ব্যবহার করবে। অসমের লীলাবাড়িতে উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রথম এফটিও(ফ্লাইট ট্রেনিং অর্গানাইজেশন)-এর উদ্বোধন হবে,' বিজ্ঞপ্তিতে উল্লেখিত।অ্যালায়েন্স এয়ার কেন্দ্র-চালিত সংস্থা। গত বছর সেপ্টেম্বর সরকারি মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের(HAL) সঙ্গে দুটি ১৭ সিটের ডরনিয়ার 228 বিমান লিজ নেওয়ার জন্য অ্যালায়েন্স এয়ার চুক্তি স্বাক্ষর করে। গত ৭ এপ্রিল প্রথম ডর্নিয়ার 228 বিমানটি ডেলিভারি করা হয়। বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডর্নিয়ার 228-এর প্রথম উড়ান এবং উড়ান প্রশিক্ষণ সংস্থার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।এতদিন ডর্নিয়ার 228 বিমান শুধুমাত্র সশস্ত্র বাহিনী, সামরিক বিমান হিসাবে ব্যবহার করত।HAL জানিয়েছে, ডর্নিয়ার 228 অত্যন্ত ‘ভার্সেটাইল’ একটি বিমান। বিভিন্ন কাজে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। বিমানের উইংস্প্যান ১৬.৯৭ মিটার। নোজ থেকে টেলের শেষ পর্যন্ত লম্বায় ১৬.৫৬ মিটার। 'উত্তর পূর্ব অঞ্চলের (NER) উন্নয়ন ভারতের বৃদ্ধির একটি অংশ। NER-তে সংযোগ বাড়ানো খুবই প্রয়োজনীয়। 'উড়ে দেশ কা আম নাগরিক (UDAN)' স্কিমের অধীনে, আঞ্চলিক সংযোগ প্রকল্প(RCS), বেসামরিক বিমান চলাচল মন্ত্রক (MoCA), NER-কে একটি অগ্রাধিকার ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছে। এই প্রচেষ্টার মাধ্যমে NER-এ অন্তঃ এবং আন্তঃরাজ্য সংযোগ বৃদ্ধি করা হচ্ছে,' জানিয়েছে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এদিন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তারা ছাড়াও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব রাজীব বনসল, উষা পাধী এবং আম্বার দুবে, অসম ও অরুণাচল প্রদেশ রাজ্য সরকারের অন্যান্য বিশিষ্টজন, বিমান পরিবহন মন্ত্রকের যুগ্ম সচিব, এবং অ্যালায়েন্স এয়ারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।