
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ বিশ্ব বাজারে শোরগোল ফেলে দিয়েছে। এবার বিশ্বের দেশগুলিকে আট দফা ‘শুল্ক-বহির্ভূত অপরাধে'র তালিকা প্রকাশ করেছেন তিনি। যেখানে দেশগুলিকে সতর্ক করে বলা হয়েছে, উপরোক্ত অপরাধগুলি করলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আজীবনের মতো সম্পর্ক নষ্ট হতে পারে। চিন ছাড়া বাকি সব দেশের উপর আরোপ করা নয়া শুল্কনীতিতে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণার মধ্যেই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের আট দফা অপরাধের তালিকায় রয়েছে, ইচ্ছাকৃত ভাবে মুদ্রার হার বদল, এই অভিযোগ তিনি এর আগেও কিছু দেশের বিরুদ্ধে করেছেন। এছাড়াও আছে পণ্যের উপর আমদানি-শুল্কের মতো মূল্যযুক্ত কর (ভ্যাট) চাপানো। পাশাপাশি উৎপাদন মূল্যের কমে রফতানি এবং অন্যান্য সরকারি ভর্তুকি, প্রতিরক্ষামূলক কৃষি ব্যবস্থা, জালনোট তৈরি, পাইরেসি এবং শুল্ক এড়াতে দফায় দফায় পণ্য রফতানি নিয়েও দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।প্রতিরক্ষামূলক প্রযুক্তি নিয়েও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে তিনি জাপানের ‘বোলিং বল’ পরীক্ষা, যা ব্যবহার করে জাপান মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে জাপানি গ্রাহকদের কাছে বিক্রির জন্য প্রতারিত করে বলে অভিযোগ উঠে, তা মনে করে দিয়েছেন। ট্রাম্প প্রথম ২০১৮ সালে জাপানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। ট্রাম্প বলেন, ‘ওরা শূন্যে প্রায় ২০ ফুট উপর থেকে একটি বল গাড়ির হুডের উপর ফেলে দেয়। যদি হুডে ফুটো হয়ে যায়, তাহলে গাড়িটি কেনা হয় না।’
আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসনের জারির দাবি, শুনল না SC, নতুন আবেদন জমার অনুমোদন
২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। যদিও তার এক দিন আগে শুল্কনীতি সাময়িক ভাবে স্থগিত করেন ট্রাম্প। কিন্তু চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ ১৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৪৫ শতাংশ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। বাকি সব দেশের উপর শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports