উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে মৃত্যুর ফাঁদ! পথ দুর্ঘটনায় গুরুতর জখম রোগী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেলেন চোখের সামনে। আর সেই সময় কর্তব্যরত চিকিৎসক আরামে এসি-তে পায়ের উপর পা তুলে ঘুমালেন। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মীরাটের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই জরুরি বিভাগের দুই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন-'প্রধানমন্ত্রী বড় মনের...,' লোকসভায় মোদীর ভূয়সী প্রশংসায় বিরোধী নেত্রী
গড় রোডের হাসানপুর কালার বাসিন্দা অশোক কুমার জানান, রবিবার রাতে তার ছেলে সুনীল কাছের একটি ধাবায় খেতে যাচ্ছিলেন। সিসাউলি গ্রামের কাছে একটি গাড়ি আচমকা তাকে পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সুনীলকে উদ্ধার করে লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয। রাত সাড়ে ১২ টা নাগাদ জরুরি বিভাগে ভর্তি করা হয় সুনীলকে। কিন্তু রোগীর পরিবারের অভিযোগ, সেই সময় জরুরি বিভাগে উপস্থিত চিকিৎসকরা চেয়ারে পা তুলে ঘুমাচ্ছিলেন। অন্যদিকে, ব্যথায় কাতরাচ্ছিলেন সুনীল। এই পরিস্থিতিতে সুনীলের পরিবারের সদস্যরা বহুবার চিকিৎসককে জাগানোর চেষ্টা করেন।এরপরেই হাসপাতালের অন্য চিকিৎসক এবং কর্মীরা তাদের সঙ্গে বচসা শুরু করে দেন। এরমধ্যেই ওই চিকিৎসক ঘুম থেকে ওঠে পড়েন। কিন্তু অভিযোগ, তিনি চিকিৎসা ঠিকমতো করেননি। সুনীলের ক্ষতও পরীক্ষা করেননি। সুনীলের শরীরে রক্তক্ষরণ হচ্ছিল কিন্তু তার ক্ষত থেকে কিছু লাগানো হয়নি। শেষ পর্যন্ত সোমবার সকালে মৃত্যু হয় সুনীলের।
আরও পড়ুন-'প্রধানমন্ত্রী বড় মনের...,' লোকসভায় মোদীর ভূয়সী প্রশংসায় বিরোধী নেত্রী
অন্যদিকে, রোগীর পরিবারের এক সদস্য হাসপাতালে চিকিৎসকের ঘুমানোর ভিডিও করেছিলেন। সুনীলের মৃত্যুর পর সেই ভিডিও ভাইরাল হতেই বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে ওই সরকারি হাসপাতাল। গ্রামবাসী এবং সুনীলের পরিবার হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসানপুর কালা গ্রামের প্রধান জাগ্গিও জানান যে তিনিও রাত ৩টে নাগাদ হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়েছিলেন, তখনও ডাক্তার ঘুমাচ্ছিলেন। রোগীর অবস্থা খুবই সংকটজনক ছিল।পরিবারের সদস্যরা জানিয়েছেন যে সুনীল শ্রমিক ছিলেন। পাঁচ বছর আগে তার বিয়ে হয়। এদিকে,পরিস্থিতির অবনতি হতেই মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আরসি গুপ্তা জানান, রাতে কর্তব্যরত অর্থোপেডিক্স বিভাগের ডাঃ অনিকেত এবং ডাঃ ভূপেশ কুমার রাইকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের জন্য তিনজন চিকিৎসকের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেবে।