Delhi Exit poll 2025 of Todays, Chanakya Axis My India prediction: ৭০ আসনের দিল্লি ভোটে হাফ সেঞ্চুরি করতে পারে বিজেপি! অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডেস চাণক্যর টাটকা ‘এক্সিট পোল’ রইল।
দিল্লি ভোট। (ANI Photo/Shrikant Singh)
দিল্লি ভোট ২০২৫-এর ফলাফল প্রকাশ্যে আসতে আর মাঝে মাত্র ১ দিন বাকি। ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট গণনা ও ফলপ্রকাশ। তার আগে, ৫ ফেব্রুয়ারি মিটেছে ভোটগ্রহণ পর্ব। এরপর ৬ ফেব্রুয়ারি দিল্লি ভোটের ফলাফলের সম্ভাবনা ঘিরে তাদের সমীক্ষা প্রকাশ করেছে টুডেস চাণক্য, অ্যাক্সিস মাই ইন্ডিয়া র মতো সমীক্ষক সংস্থা। দিল্লি ভোট ২০২৫র এক্সিট পোল-এ এই সমীক্ষকরা কী বলছে দেখা যাক।
লোকসভা ভোটের সময় অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র প্রদীপ গুপ্তর ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই প্রদীপ গুপ্তর অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল বলছে, দিল্লিতে বিজেপি জিততে পারে ৪৫ থেকে ৫৫ টি আসন। তাতে ভোট শেয়ার থাকবে ৪৮ শতাংশ। আপ জিততে পারে ১৫ থেকে ২৫ টি আসন। তাদের ভোট শেয়ার থাকতে পারে ৪২ শতাংশ। উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি ভোটে ম্যাজিক ফিগার ৩৬। আর অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথ ফেরত সমীক্ষা বলছে, সেই অঙ্ক পার করে যেতে পারে বিজেপি। গত ২ বারের মেয়াদকালে দিল্লিতে রয়েছে আপ সরকার। এই ২০২৫ ভোট ঘিরে আপের সামনে রয়েছে হ্যাটট্রিকের হাতছানি। অন্যদিকে, ২৭ বছর পর ফের দিল্লিতে সরকার গড়ার হাতছানি রয়েছে বিজপির সামনে। এদিকে, একের পর এক পোলস্টারের বার্তা দিল্লিতে ফিরতে পারে বিজেপি সরকার।