রাজধানী দিল্লিতে ২৭ বছর পর দাপুটে জয় নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। ৮ ফেব্রুয়ারি, দিল্লি ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই রাজধানী জুড়ে বিজয়োল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। অনেকেই আবেগাপ্লুত হন। দীর্ঘদিন ধরে দিল্লিতে পদ্ম শিবির তার ভোটব্যাঙ্কের অঙ্কের খরা কাটিয়ে শেষমেশ আপকে সরিয়ে বিজেপি ক্ষমতায় ফেরার আভাস আসতেই সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অমিত শাহ।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ এক পোস্টে লেখেন,' দিল্লির মানুষ বলে দিলেন, বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনতাকে বিভ্রান্ত করা যাবে না। তাঁদের ভোটে জনগণ নোংরা যমুনা, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা, উপচে পড়া নর্দমা এবং প্রতিটি রাস্তায় খোলা মদের দোকানে ঘিরে জবাব দিয়েছে।' তিনি লেখেন,' যাঁরা দিল্লির এই বিশাল জয়ের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, দিল্লির সকল কর্মী, বিজেপির জাতীয় সভাপতি শ্রী জেপি নড্ডা, সভাপতি বীরেন্দ্র সচদেবাদের অভিনন্দন জানাই।' এরই সঙ্গে অমিত শাহ বার্তা দিয়েছেন আগামী দিনে দিল্লিকে ঘিরে তাঁর আশা নিয়ে। অমিত শাহ টুইটে লেখেন,' মহিলাদের প্রতি সম্মান হোক, অনধিকৃত কলোনির বাসিন্দাদের আত্মসম্মান হোক বা আত্ম-কর্মসংস্থানের অপার সম্ভাবনা হোক, দিল্লি এখন মোদীজির নেতৃত্বে একটি আদর্শ রাজধানী হয়ে উঠবে।'
( Mangal Margi Horoscope: ভ্যালেন্টাইন্স ডে-র ১০ দিন পর থেকেই দারুন ভালো সময় ৩ রাশির! মঙ্গলের মার্গী অবস্থানে লাকি কারা?)