প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তাঁর বৌমার গাড়িতে এক বাইক চালক ধাক্কা দেন বলে অভিযোগ। এরপরই মেজাজ হারান তিনি। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। আসলে ওই বাইক চালক তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিলেন বলে অভিযোগ। এরপরই তিনি চটে যান।সেই ভিডিয়ো ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এই ভিডিয়োকে ঘিরে নানা মন্তব্য করা হচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ওই মহিলা এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে তিনি বলতে থাকেন যা গাড়ির নীচে গিয়ে মরে যা।তাঁর নাম ভবানী রেভান্না। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার বৌমা। বেঙ্গালুরু থেকে প্রায় ৪০০ কিমি দূরে উদুপিতে তিনি যাচ্ছিলেন।সেই সময় একটি বাইক তাঁর গাড়িতে ধাক্কা দেয় বলে খবর। তিনি একটা টয়েটো গাড়িতে যাচ্ছিলেন। সেটার দাম প্রায় দেড় কোটি টাকা। এনডিটিভি রিপোর্টে তেমনটাই খবর।আর সেই বিলাসবহুল গাড়িতে বাইকের ধাক্কা তিনি মানতে পারেননি। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা রঙের বিলাসবহুল গাড়ি থেকে নেমে আসেন ওই মহিলা। এরপর চোটপাট শুরু করে দেন। রীতিমতো চিৎকার করছিলেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে জানা গিয়েছে ওই মহিলা বলেছিলেন, মরার ইচ্ছে হলে বাসের নীচে চলে যাও। কেন ভুল সাইডে এসেছ?তবে দোষটা ঠিক কার ছিল সেটা বোঝা যায়নি। তবে তিনি গাড়ি থেকে নামতেই চারপাশে লোক জমে যায়। গাড়িটিকে পাশে সরানো হয়। এই ভিডিয়োকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন ভুল দিকে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। এই অভিযোগ সঠিক হলে বাইক চালক ঠিক করেননি। কিন্তু তাকে এভাবে বলাটা ঠিক নয়। তবে কে ভুল আর কে ঠিক এটা ঠিক বোঝা যায়নি। তবে যেভাবে তিনি চোটপাট শুরু করেন তাতে আর কেউ বিশেষ কথা বলতে পারেননি। বাইক চালক দ্রুত পাশে সরে যান।