বাংলা নিউজ > ঘরে বাইরে > Criminalising Marital Rape: বৈবাহিক ধর্ষণ নিয়ে আলোচনা সমাজে প্রভাব ফেলবে, সুপ্রিম কোর্টে বলল সরকার
পরবর্তী খবর
Criminalising Marital Rape: বৈবাহিক ধর্ষণ নিয়ে আলোচনা সমাজে প্রভাব ফেলবে, সুপ্রিম কোর্টে বলল সরকার
1 মিনিটে পড়ুন Updated: 23 Sep 2023, 10:19 AM ISTSuman Roy
Criminalising Marital Rape: বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে চিহ্নিত করলে, সমাজে তার প্রভাব কেমন হতে পারে? সুপ্রিম কোর্টে বললেন আইনজীবী।
প্রতীকী ছবি
NEW DELHI :
বৈবাহিক ধর্ষণকে অপরাধীকরণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভারতীয় আইনে বিবাহিত পুরুষ যদি স্ত্রীর সঙ্গে বলপূর্বক কোনও ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাকে ধর্ষণের মতো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। যদিও এখন একে ধর্ষণ হিসাবে চিহ্নিত করা এবং এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করা দাবি উঠেছে নানা মহলে। এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হওয়ার কথা দেশের সর্বোচ্চ আদালতে। আর সেই বিষয়ে শীর্ষ আদালতে আলোচনা চলতে থাকলে, সমাজে তার প্রভাব পড়বে বলে মনে করছে কেন্দ্র।
কবে ওই মামলাগুলি শোনা হবে, শুক্রবার তা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারই প্রেক্ষিতে আইনজীবী করুণা নন্দী এই বিষয়ে আলোচনার জন্য সময় চাইলে, কেন্দ্রের আইনজীবী বলেন, এই বিষয় নিয়ে আলোচনা চলতে থাকলে সমাজে এর প্রভাব পড়তে পারে। কেন্দ্রীয় সরকার শুক্রবার সুপ্রিম কোর্টকে বলেছে, মামলার আবেদনকারীরা এক বছরেরও বেশি সময় ধরে রায়ের জন্য অপেক্ষায়। কেন্দ্রের আইনজীবীর ইঙ্গিত এই আলোচনা দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়বে আবেদনকারীদের উপরে।
প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চে যে সব মামলা চলছে সেগুলি শেষ হলে তারপরই বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি হবে। এমনটাই কথা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে মামলাগুলির শুনানি হতে পারে বলে জানানো হয়েছে।