
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কেনিয়ার হাইকোর্ট শুক্রবার সেখানকার সরকারের সঙ্গে ভারতের আদানির এনার্জি সলিউশনের ৭৩৬ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিকে সাসপেন্ড করল। কেনিয়াতে বিদ্যুৎ পরিকাঠামো বৃদ্ধির জন্য় এই চুক্তি হয়েছিল। আপাতত তাতে কার্যত স্থগিতাদেশ জারি করা হল বলে ঘোষণা করেছে সেখানকার হাইকোর্ট।
পিপিপি মডেলে এই চুক্তি হয়েছিল বলে খবর। কেনিয়া ইলেকট্রিকাল ট্রান্সমিশন কোম্পানি ও আদানি এনার্জি সলিউশনের সঙ্গে এই চুক্তি সম্পাদিত হয়েছিল এই মাসের শুরুতে। এদিকে গত ১১ অক্টোবর সেখানকার শক্তিমন্ত্রকের তরফে বলা হয়েছিল এই চুক্তির জেরে লোডশেডিং কমবে, অর্থনৈতিক অগ্রগতি হবে।
কিন্তু সেই চুক্তির বিষয়টি আর বিশেষ এগোল না। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, সরকার ৩০ বছরের চুক্তি নিয়ে বিশেষ এগোতে পারবে না। ল সোসাইটি অফ কেনিয়া এই চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে পদক্ষেপ নিয়েছে তা মিটমাট না হওয়া পর্যন্ত সরকার এই চুক্তি নিয়ে বিশেষ এগোতে পারবে না।
ল সোসাইটির তরফ থেকে বলা হয়েছে, এই পাওয়ার সংক্রান্ত চুক্তি একটি সাংবিধানিক লঙ্ঘনের বিষয়। এটাতে গোপন নানা বিষয় রয়েছে।
ল সোসাইটি জানিয়েছিল KETRACO আর আদানি এনার্জি সলিউশনস এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।
এদিকে শক্তি মন্ত্রক আগেই জানিয়েছিল যে তারা একটি প্রতিযোগীমূলক টেন্ডার প্রক্রিয়া চালাচ্ছে। তবে এনিয়ে আদানি গ্রুপের কোনও বক্তব্য মেলেনি।
এদিকে এর আগে কেনিয়াতে তাদের প্রধান বিমানবন্দরকে ৩০ বছরের জন্য উন্নয়নের দায়িত্ব পেয়েছিল আদানি। কিন্তু তারপরে আদানির বিরুদ্ধে কেনিয়াতে তুমুল বিক্ষোভ শুরু হয়েছিল। সেই সময় ল সোসাইটি অফ কেনিয়া- কেনিয়া হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে একযোগে এয়ারপোর্ট সংক্রান্ত প্রস্তাবিত চুক্তির বিরুদ্ধে মতামত দিয়েছিল।
এর আগে বিমানবন্দর নিয়েও জটিলতা তৈরি হয়েছিল।
সেপ্টেম্বর মাসে খবর হয়েছিল, কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমিকদের ধর্মঘটের কারণে আগত ও বহির্গামী যাত্রীদের ফ্লাইট দেরিতে চলছে ও বাতিল করা হয়েছে।
জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার জন্য ভারতের আদানি গ্রুপের প্রস্তাবিত চুক্তির বিষয়ে কেনিয়ার বিমান শ্রমিকদের বৃহত্তম ইউনিয়ন বলেছে যে তারা শিল্প সংক্রান্ত পদক্ষেপ নেবে।
কেনিয়া এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন জানিয়েছিল, জুলাইয়ে ঘোষিত প্রস্তাবিত চুক্তির ফলে চাকরি হারাবে এবং কেনিয়ার বাইরের কর্মীরা আসবেন।
স্থানীয় সম্প্রচারমাধ্যম সিটিজেন টিভির ফুটেজে দেখা গিয়েছিল, বিমানবন্দরের কয়েক ডজন কর্মী প্লাস্টিকের শিঙ্গা বাজিয়ে 'আদানিকে যেতেই হবে' বলে স্লোগান দিচ্ছিলেন।
কেনিয়া সরকার বলেছিল যে বিমানবন্দরটি ধারণক্ষমতার চেয়ে বেশি কাজ করছে এবং আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে তবে এটি বিক্রয়ের জন্য নয়।
এতে বলা হয়েছিল, সাইটটি আপগ্রেড করার জন্য প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নিয়ে এগিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
৳7,777 IPL 2025 Sports Bonus