দিওয়ালির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে গুজরাতের ভাদোদরায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয়। ভাদোদরার পানিগেটে এই সংঘাতের সূত্রপাত। মোট ২০ জনকে পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে বলে খবর। জানা গিয়েছে, একটি বাজি এসে মোটরবাইকে পড়ার পর থেকে শুরু হয় সংঘাত।
দিওয়ালির রাতে একটি মোটর বাইকে এসে পড়েছিল বাজি (রকেট)। এই ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের আবহ মাথাচাড়া দেয়। ক্রমেই হিংসার চেহারা নেই পরিস্থিতি। শোনা যাচ্ছে, পেট্রোল বম্বও ব্যবহার হয় সেই রাতে। এদিকে, ভদোদরার পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘একটি ভুল বোঝবুঝি থেকে সংঘাতের আবহ দেখা যায়। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ’ জানা গিয়েছে, যে মোটরবাইকে ওই বাজি গিয়ে পড়েছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই বচসা ও পাথর বর্ষণ শুরু হয়। তবে সংঘাতে গুরুতর আহতের খবর এখনও মেলেনি। ঠিক কতজন আহত হয়েছেন তা স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশকে কেন্দ্র করে পেট্রোল বম্ব ছোঁড়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ভদোদরা পুলিশ।
আংশিক সূর্যগ্রহণ ২৫ অক্টোবর ভারতের কোন কোন জায়গায় দেখা যাবে? কতক্ষণ হবে স্থায়