ক্লাস রুমের দেওয়ালে গোবর লেপছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজের অধ্য়ক্ষা। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষের ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
অধ্যক্ষ প্রত্যুষ বৎসলা পিটিআইকে জানিয়েছেন, একজন ফ্যাকাল্টি মেম্বারের নেতৃত্বে চলমান গবেষণা প্রকল্পের অঙ্গ হিসেবে এই কাজ করা হয়েছে। তিনি বলেন, 'ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ ব্যবহার করে তাপ চাপ নিয়ন্ত্রণের অধ্যয়ন' শীর্ষক গবেষণাটি এখনও চলছে।
‘এটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি এক সপ্তাহ পরে সম্পূর্ণ গবেষণার বিবরণ শেয়ার করতে সক্ষম হব। পোর্টা কেবিনে এই গবেষণা চলছে। আমি নিজে তাদের মধ্যে একটি প্রলেপ দিয়েছি কারণ প্রাকৃতিক কাদা স্পর্শ করার কোনও ক্ষতি নেই। কিছু মানুষ পুরো তথ্য না জেনেই ভুল তথ্য ছড়াচ্ছেন,’ বলেন প্রত্যুষ বৎসলা।
শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লাগানোর ভিডিওটি অধ্যক্ষ নিজেই শিক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলেন বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, অধ্যক্ষ প্রত্যুষ বৎসলা কর্মীদের সাহায্যে দেওয়ালে প্রলেপ দিচ্ছেন, বলছেন সি ব্লকের ক্লাসরুম ঠান্ডা রাখতে দেশীয় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।