China Coronavirus Deaths: ‘একমাসে কোভিডে মৃত ৬০ হাজার’, পরিসংখ্যান প্রকাশ করে আমেরিকাকে ‘তোপ’
1 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2023, 03:20 PM ISTচিনের ন্যাশনাল হেলথ কমিশনের মেডিক্যাল বিষয়ক ডিপার্টমেন্টের ডিরেক্টর জিয়াও ইয়াহুই জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে মাত্র ৫,৫০৩ জন স্বাস জনিত সমস্যার কারণে মারা গিয়েছেন। বাকি ৫৪,৪৩৫ জনই কোমর্বিডিটির কারণে প্রাণ হারিয়েছেন।
চিনে গত একমাসে করোনায় মৃত্যু ৬০ হাজারের।