ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ কতটা অপরাধমূলক তা নিয়ে নানা কথা উঠেছে নানা সময়ে। এবার বৈবাহিক ধর্ষণকে অপরাধের মধ্যে অন্তর্ভূক্তির শুনানি স্থগিত রাখার জন্য় দিল্লি হাইকোর্টে আবেদন জানাল কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে যুক্তি দেখানো হয়েছে আইনগত কড়া পদক্ষেপের তুলনায় এক্ষেত্রে একটা বিস্তৃত আলোচনা করা দরকার। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য শুনানি স্থগিত রাখার জন্য আবেদন করেছে কেন্দ্র। কোনও সিদ্ধান্তে আসার আগে বিস্তারিতভাবে সকলের পরামর্শ নেওয়া দরকার বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারেরর তরফে বলা হয়েছে, কোনও রাজ্যসরকার বা অন্য কোনও পক্ষ আদালতে উপস্থিত নেই। সেক্ষেত্রে তাদের পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্ত নিলে তা ন্যায় বিচার নাও হতে পারে। আদালতে হলফনামায় কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অত্যন্ত সম্মানের সঙ্গে জানানো হচ্ছে যে গোটা ব্যাপারটির সঙ্গে একেবারে অন্তরঙ্গ পারিবারিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে মহামান্য আদালতের এই বৈচিত্রপূর্ণ দেশের নানাবিধ সমাজের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কয়েকজন আইনজীবীর তর্কবিতর্কের উপর কোনও সিদ্ধান্ত নেওয়াটা অন্যায্য হবে। ম্যারিটাল রেপকে অপরাধ হিসাবে গণ্য করার বিরুদ্ধে ২০১৭ সালেই মতামত জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। হলফনামায় আরও জানানো হয়েছে, নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য বদ্ধপরিকর সরকার। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মতে, সমস্ত পক্ষের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরেই আদালত প্রয়োজনীয় সহায়তা করতে পারে।