Odisha Train Accident: ওড়িশার এই স্টেশনে আপাতত দাঁড়াবে না কোনও ট্রেন, তদন্তে নেমে সিবিআই সিল করল ইন্টারলকিং সিস্টেম Updated: 10 Jun 2023, 01:23 PM IST Sritama Mitra সিবিআই ইতিমধ্যেই তদন্তে নেমে ওই এলাকায় শুক্রবারের অভিশপ্ত রাতে দুর্ঘটনার সময় যে রেলকর্মীরা কর্তব্যরত ছিলেন তাঁদের কয়েকজনের মোবাইল আপাতত তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছে বলে খবর।