বড়সড় দুর্নীতির মামলার পর্দাফাঁস করল সিবিআই। ঘুষ নেওয়ার অভিযোগে ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড এক্রিডিটেশন কাউন্সিলের (ন্যাক) আধিকারিক, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ ১০ জনকে গ্রেফতার করল সিবিআই। শনিবার এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, অভিযোগে আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে সিবিআই।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় নথি পেশ করতে ব্যর্থ, আদালতে চরম ভর্ৎসনার মুখে সিবিআই
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন ন্যাকের পরিদর্শন কমিটির চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সাহা। রয়েছেন- কমিটির সদস্য রাজীব সিজারিয়া, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডি. গোপাল, ভারত ইনস্টিটিউট অফ ল-এর ডিন রাজেশ সিং পাওয়ার, জাগরন লেকসিটি বিশ্ববিদ্যালয়ের ডিন মানস কুমার মিশ্র, জিএল বাজাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক গায়ত্রী দেবরাজ, দাভাঙ্গের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুলু মহারানা। এছাড়াও রয়েছেন, অন্ধ্রপ্রদেশের গুন্টুরের কোনেরু লক্ষমাইয়া এডুকেশন ফাউন্ডেশনের (কেএলইএফ) ভাইস চেয়ারম্যান জিপি সারধি বর্মা, ভাইস প্রেসিডেন্ট কোনেরু রাজা হরিণ, হায়দরাবাদ ক্যাম্পাসের কেএল বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর এ রামকৃষ্ণ প্রমুখ।
এছাড়াও, অভিযোগে নাম রয়েছে, কেএলইএফ প্রেসিডেন্ট কোনেরু সত্যনারায়ণ, ন্যাকের-এর প্রাক্তন সহ-উপদেষ্টা এল মঞ্জুনাথ রাও, বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের এম হনুমন্তপ্পা এবং ন্যাকের উপদেষ্টা এমএস শ্যামসুন্দরের। তবে তাদের এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা যায়নি। জানা গিয়েছে, ন্যাকের পরিদর্শন কমিটির চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সাহা রামচন্দ্র চন্দ্রবংশী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।