'বাকস্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস কর্মীদের আপত্তিকর ব্যঙ্গচিত্র মামলায় মধ্যপ্রদেশের কার্টুনিস্ট হেমন্ত মালব্যের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।প্রধানমন্ত্রী ও আরএসএস কর্মীদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগ উঠেছিল কার্টুনিস্ট হেমন্ত মালব্যের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা। অভিযোগ, হিন্দুদের ভাবাবেগেও আঘাত করেছেন তিনি।
এরই প্রেক্ষিতে হেমন্ত জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে আদালত তাঁকে একদিনেরও জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করে।শুক্রবার তাঁর আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন জানান। এরপরেই সেই আবেদন গ্রহণ করে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।সুপ্রিম কোর্টের বেঞ্চ শুনানির সময় মৌখিকভাবে মন্তব্য করে, 'এই ধরনের কার্টুনিস্ট ও স্ট্যান্ড-আপ কমেডিয়ানরা বাকস্বাধীনতার নামে সীমা লঙ্ঘন করছেন। এটি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।' আদালতের মন্তব্য থেকে স্পষ্ট যে সংবিধানপ্রদত্ত অধিকার থাকা সত্ত্বেও, সেই অধিকারের অপব্যবহার করলে তাকে অন্ধভাবে রক্ষা করা যাবে না।
আরও পড়ুন-পাইলটদের ঢাল হল এয়ার ইন্ডিয়া, ১ তথ্য খারিজ করে দিয়ে দুর্ঘটনা নিয়ে বার্তা CEO-র!
এর আগে ৩ জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্টও হেমন্ত মালব্যর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেখানেও বিচারপতিরা বলেন, তিনি বাকস্বাধীনতার অপব্যবহার করেছেন এবং কার্টুন প্রকাশে কোন রকম সংযম বা বিবেচনা দেখাননি। এরপর হেমন্ত সুপ্রিম কোর্টে আবেদন জানান, কিন্তু এখানেও প্রাথমিকভাবে তাঁকে স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট।নিজের আবেদনপত্রে হেমন্ত উল্লেখ করেছেন যে, বিতর্কিত কার্টুনটি ২০২০ সালের কোভিড-১৯ মহামারীর সময় প্রকাশিত হয়। তিনি দাবি করেন, এই কার্টুনটি মূলত স্যাটায়ারের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক মন্তব্য। তাঁর যুক্তি অনুযায়ী, করোনা টিকাকরণ নিয়ে ভুল তথ্য, দ্বিধা ও সরকারি নেতাদের বেপরোয়া মন্তব্য যেমন 'এই টিকা নিরাপদ জলের মতো', তাকে এই চিত্র অঙ্কনের জন্য প্রেরণা দেয়।কার্টুনে একটি কাল্পনিক দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একজন নাগরিককে একটি টিকা দেওয়া হচ্ছে, আর সেটি একটি রাজনৈতিক নেতার দ্বারা। হেমন্তের মতে, এটি সামাজিক ব্যঙ্গচিত্রের একটি অংশ, যেখানে কাউকে ব্যক্তিগতভাবে অপমান করার কোন উদ্দেশ্য ছিল না।
আরও পড়ুন-পাইলটদের ঢাল হল এয়ার ইন্ডিয়া, ১ তথ্য খারিজ করে দিয়ে দুর্ঘটনা নিয়ে বার্তা CEO-র!
হেমন্ত মালব্য দাবি করেছেন যে, এই কার্টুনটি গত চার বছর ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, কিন্তু সম্প্রতি সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতা এবং শিল্পীর ব্যঙ্গচিত্র আঁকার অধিকার রোধ করার একটি প্রচেষ্টা।সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ১৫ জুলাই।জানা গেছে, গত মে মাসে ইন্দোরের লাসুদিয়া থানায় হেমন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন স্থানীয় এক আইনজীবী ও আরএসএস কর্মী বিনয় যোশি। সেই মামলার প্রেক্ষিতে মধ্যপ্রদেশের হাইকোর্টের দ্বারস্থ হন হেমন্ত। গত ৩ জুলাই হাইকোর্ট জানায়, এক্ষেত্রে অভিব্যক্তির স্বাধীনতার অপব্যবহার হয়েছে। এরপরেই তাঁর আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। উপায়ান্তর না দেখে শীর্ষ আদালতের দ্বারস্থ হন হেমন্ত।