সম্প্রতি খুলনা বিশ্ববিদ্য়ালয়ের একটি সিন্ডিকেট সভায় কয়েকটি ভবন ও হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গোলাম রহমানের নামে করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের নাম মহম্মদ রুহুল আমিন হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বিজয় ২৪ হল, সত্যেন্দ্রনাথ বসু অ্য়াকাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন ১ ও জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন ২ হিসাবে নামকরণ করা হয়। জয় বাংলা ভবনের নাম একাডেমিক ভবন ৪ করা হয়েছে। খবর প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
তবে এই নাম বদল নিয়ে এবার কার্যত অন্য় সুরে বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ কয়েকটি হলের নাম পরিবর্তনের ঘটনায় তিনি মর্মাহত।
তিনি জানিয়েছেন, আমরা ছোটবেলা থেকে জগদীশ চন্দ্র বসুর গল্প শুনেছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু, তাঁর মতো বিজ্ঞানীর নামে করা ভবন স্থাপনা ছিল, সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্রের নামে ছিল। তাঁর পাশাপাশি আরও কয়েকজনের নামে ছিল। বদলানো হয়েছে। এটা আমাকে মর্মাহত করেছে। খবর ওই প্রতিবেদন অনুসারে।
তিনি জানিয়েছেন, জগদীশচন্দ্র বসুর নামে করা ভবনের নাম পাল্টানো হবে, এটা কল্পনার বাইরে। আমি আশা করব,বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও পড়ুয়া মিলে এর প্রতিকার করবে। তিনি বলেন, শিক্ষাঙ্গনে অস্থির পরিবেশ তৈরি হোক এটা আমরা চাই না।