
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অভিন্ন দেওয়ান বিধি নিয়ে বড় বার্তা দিলেন মায়াবতী। সাফ জানিয়ে দিলেন যে তাঁর পার্টি এই অভিন্ন দেওয়ান বিধির বিপক্ষে নেই। তবে বিজেপির রাজনীতির সপক্ষেও নেই ভারতীয় রাজনীতির ‘বহেনজি’র পার্টি। একধাপ এগিয়ে মায়াবতীর দাবি, অভিন্ন দেওয়ান বিধি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ রক্ষা করার দিকে এগিয়ে নিয়ে যাবে।
সামনেই সংসদে বাদল অধিবেশন। তার আগে অভিন্ন দেওয়ান বিধি ঘিরে চর্চায় রাজনৈতিক মহল। এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেন, ‘আমাদের দল বিএসপি ইউসিসি (অভিন্ন দেওয়ান বিধি) লাগুর বিরোধী নয়। তবে ইউনিয়ন সিভিল কোড (ইউসিসি) যেভাবে বিজেপি লাগু করছে, তাতে সমর্থন নেই আমাদের। এটাকে রাজনীতিকরণ করা উচিত নয়। এছাড়াও জোর করে এই ইউসিসি লাগু করা ঠিক নয়।’ মায়াবতী বলেন, ‘ইউসিসি দেশকে দুর্বল করবে না। বরং তা দেশকে শক্তিশালী করবে। আর তা সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে নিয়ে যাবে। ভিন্ন ধর্মীয় আচারে বিশ্বাসী মানুষরা দেশে থাকবেন। তাঁদের আলাদা আচার রীতি রয়েছে, আর তা এড়িয়ে যাওয়া হবে না।’ তিনি তাঁর বক্তব্যে তিনি বারবার বলেছেন, ইউসিসি কোনও মতেই জোর করে চাপানো হবে না। তবে তাঁর বক্তব্যে মায়াবতী বিজেপিকে নিয়ে ক্ষোভ উগরে দিতে ছাড়েননি। বিজেপি বিরোধিতায় নেমে বহেনজি বলেন, ‘ইউসিসি নিয়ে কোনও রাজনীতি হওয়া ঠিক নয়। সংবিধানের আর্টিক্যাল ৪৪ বলে, রাষ্ট্র দেশের মাধ্যমে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি সুরক্ষিত করার চেষ্টা করবে।’ এর আগে মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটের পারদ চড়িয়ে সদ্য নরেন্দ্র মোদী ইউসিসি নিয়ে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, তিনি ইউসিসি লাগু হওয়ার সপক্ষে জোরদার সওয়াল করেন। ইউসিসি হল, হল নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও প্রয়োগ করার একটি প্রস্তাব যা বর্ণ, ধর্ম এবং যৌন অভিমুখ নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের জন্য প্রযোজ্য হবে।
এদিকে, মধ্যপ্রদেশের সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন যে, মুসলিম সমাজকে উস্কানি দিতে চেয়ে বিরোধীরা ইউসিসি নিয়ে বক্তব্য রাখছেন। মোদী বলেন, বহু গোষ্ঠীর ‘পুরনো মানসিকতা’র জন্যই এমন ভাবনা উঠে আসছে। এদিকে, মায়াবতীর বক্তব্যের পর সমাজবাদী পার্টির তরফে মুখপাত্র বলেন, ‘সমাজবাদী পার্টি যা বলতে চেয়েছে, বিএসপিও তাই বলেছে, যে বিজেপি এজেন্ডা সাজাতে চাইছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports