বিহারের কিষাণগঞ্জের বিএসএফ ক্যাম্প থেকে রহস্যজনকভাবে এক জওয়ানের নিখোঁজের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, নিখোঁজ বিএসএফ জওয়ানের নাম হিমাংশু কুমার (৩৩)। তিনি কিষাণগঞ্জের খাগড়ায় বিএসএফ সেক্টরের সদর দফতরে নিযুক্ত ছিলেন। কিন্তু শনিবার থেকে ওই জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরেই রবিবার বিএসএফ আধিকারিকরা টাউন থানায় এফআইআর দায়ের করেন।তারপর থেকে জওয়ানের খোঁজ করছে পুলিশ।
বিএসএফ জওয়ানের স্ত্রী রীনা কুমারী বলেন, হিমাংশু কুমার শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কোনও কিছু না জানিয়ে হঠাৎ কোয়ার্টার থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাঁর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জওয়ানের নিখোঁজের ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগে রয়েছে গোটা পরিবার। বিএসএফ সূত্রে খবর, বহুক্ষণ খবর না পেয়ে অন্যান্য বিএসএফ জওয়ানরা আশেপাশে ওই জওয়ানের খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করা হয় বিএসএফ-র তরফে। পুলিশ সূত্রে খবর, হিমাংশু কুমারের খোঁজে এখনও তল্লাশি চলছে। নিখোঁজ জওয়ান বিএসএফ-এ জেনারেল ডিউটি কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন।কিন্তু শনিবার থেকে তিনি কাজে অনুপস্থিত রয়েছেন।
স্টেশন হাউস অফিসার অভিষেক কুমার রঞ্জন বিএসএফ জওয়ানের নিখোঁজের খবর নিশ্চিত করে বলেন, 'আমরা ওই জওয়ানের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেছি এবং অনুসন্ধান অভিযান চলছে।বিহারের নওয়াদার বাসিন্দা ওই জওয়ান তার পরিবারের সঙ্গে বিএসএফ কোয়ার্টারেই বসবাস করেন।আমরা তাঁকে বহু খুঁজেছি কিন্তু এখন পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি।আমরা ওই জওয়ানের সমস্ত আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করেছি।'
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিএসএফ কনস্টেবল অমিত পাসওয়ান। তিন দিন পর বিহারের নালন্দায় গ্রামের বাড়িতে তাঁর পাওয়া গিয়েছিল।