Bonfire in Train: শীত থেকে বাঁচতে ট্রেনেই গোবরের ঘুঁটে জ্বালালেন ২ রেলযাত্রী! হতবাক RPF
2 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 01:35 PM ISTধৃত দুই রেলযাত্রীর নাম চন্দন কুমার এবং দেবেন্দ্র সিং। দু'জনেই ফরিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, চন্দন ও দেবেন্দ্র গোবরের ঘুঁটে নিয়েই ট্রেনে উঠেছিলেন। ঘটনার তদন্ত চলছে।
ট্রেনেই ঘুঁটে জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা দুই যাত্রীর