এবার স্কুলের ভিতর বোম থাকার কথা জানিয়ে এল হুমকি বার্তা। দিল্লির ডিফেন্স কলোনির এক স্কুলে এই বোমা হুমকির জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তে স্কুল ক্যাম্পাস খালি করে দেওয়া হয়। তবে, প্রাথমিকভাবে কিছুই পাওয়া যায়নি বলে খবর। জানা গিয়েছে, এক ইমেল মারফৎ এই হুমকি বার্তা আসে।
জানা গিয়েছে, বেলা ১০.৪৯ মিনিট নাগাদ আসে ওই ইমেল। দিল্লির ডিফেন্স কলোনির সাদিক নগরের ওই স্কুলের ভিতর বোমা রয়েছে, এমন হুমকি দিয়ে ইমেল আসে বলে খবর। মুহূর্তে গোটা স্কুল চত্বর খালি করে দেওয়া হয়। শুরু হয়ে যায় তল্লাশি। বোমা কোথায় রয়েছে, তার খোঁজ চলে। তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে স্কুল ক্যাম্পাস থেকে কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। এদিকে, স্কুল ঘিরে এমন ঘটনার কথা সামনে আসতেই দেখা যাচ্ছে স্কুলের গেটের সামনে ব্যাপক ভিড় করছেন অভিভাবক, স্থানীয়রা। একাধিক ভিডিয়োয় পরিস্থিতি উঠে এসেছে। উদ্বিগ্ন সকলেরই স্কুলের গেটের সামনে ভিড় করতে শুরু করেছেন। একজন অভিভাবক বলছেন, ‘আমাদের কাছে স্কুল থেকে মেসেজ আসে যে আমার সন্তানকে স্কুল থেকে যাতে তড়িঘড়ি নিয়ে যাই।’ তারপরই অভিভাবকরা স্কুলে চলে আসেন। গেটের সামনে ভিড় বাড়তে থাকে। এদিকে, পুলিশ অফিসার চন্দন চৌধুরি বলেছেন,'এটা প্রথম ঘটনা নয়। এই স্কুলে আগেও বোমা হুমকি এসেছে। গত বছর নভেম্বরে স্কুল প্রশাসন এমনই একটি ইমেল পেয়েছিল অপরিচিত একজনের কাছ থেকে।'
জানা গিয়েছে, আগে নভেম্বর মাসে যে ইমেলটি আসে, তা ছিল একটি ভুয়ো ইমেল। এরপর বুধবারের ঘটনাতেও সেরকমই ইমেল এসেছে বলে প্রাথমিক অনুমান। স্কুল ক্যাম্পাস তল্লাশি করে কিছু উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ তৎপরতায় স্কুলে এসেছে বম্ব স্কোয়াড। রয়েছে ডগ স্কোয়াডও।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক