नई दिल्ली : বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এ জন্য প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই আবহে বিজেপি মঙ্গলবার হুইপ জারি করে দলের সমস্ত সাংসদকে লোকসভায় উপস্থিত থাকতে বলেছে। দলের জারি করা হুইপ বলা হয়েছে যে বুধবার সভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করার কথা রয়েছে। সবার উচিত দলকে সেই বিল পাশ করাতে সমর্থন করা এবং তার জন্যে ভোট দেওয়া। হুইপে সব সাংসদকে সারাদিন সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদ রয়েছেন। (আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই ১০০০ টাকা দাম বাড়ল ২২ ক্যারেট সোনার, কলকাতায় কত রেট হলুদ ধাতুর)
আরও পড়ুন: ফের দক্ষিণবঙ্গে নামবে স্বস্তির বৃষ্টি, কোথায় কবে হতে পারে বর্ষণ? গরম কি কমবে?
প্রসঙ্গত, মোদী ৩.০ সরকার জেডিইউ এবং টিডিপির উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে এই বিল নিয়ে কোন দলের কী অবস্থান থাকবে সেটাই দেখার। এখনও অবধি, চিরাগ পাসোয়ানের দল এলজেপি-আর প্রকাশ্যে এটিকে সমর্থন করেনি। একইভাবে জেডিইউ-র অবস্থানও এখনও স্পষ্ট নয়। লালন সিং বলেছিলেন যে আমরা লোকসভাতেই আমাদের অবস্থান পরিষ্কার করব। যার জেরে কী হবে, তা নিয়েও সংশয় বেড়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন যে সরকারের সঙ্গে জোটসঙ্গীদের পাশাপাশি বিরোধী দলের কিছু সাংসদেরও সমর্থন রয়েছে। (আরও পড়ুন: ৯% চড়ল VIX, ১৩৯০ পয়েন্ট পতন সেনসেক্সে, এর মাঝে ১৯.১২% বাড়ল এই শেয়ারের দাম)
আরও পড়ুন: অর্ধনগ্ন অবস্থায় তলোয়ার হাতে আজমির শরিফ দরগায় ঢুকল যুবক, ছড়াল আতঙ্ক