স্মৃতি কাক রামচন্দ্রন
সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। তারপরই বছর ঘুরলেই হাইভোল্টেজ ২০২৪ লোকসভা ভোট। উত্তর পূর্বের তিন রাজ্যে রয়েছে বিধানসভা ভোটের অগ্নিপরীক্ষা। আর তার আগে বিজেপির সংসদীয় পার্টি বৈঠক থেকে দলকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বাজেটের ইতিবাচক দিকগুলি , যা সাধারণ মানুষের জন্য কার্যকরী, তা নিয়ে জনমানসে প্রচারের জন্য দলীয় নেতাদের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।
বিজেপির সংসদীয় বৈঠকে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, বাজেট ২০২৩ এ একাধিক এমন বিষয় রয়েছে, যেখানে ‘সকলের জন্য’ কিছু না কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার ভালো দিকগুলিকেই মানুষের কাছে যেন বিজেপি নেতা কর্মীরা প্রচার করেন। এজন্য তিনি 'সতীর্থ'দের নিজের নিজের সংসদীয় কেন্দ্রে গিয়ে বাজেটের ভালো দিক নিয়ে প্রচার করতে বলেন। বিশেষত, মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির কাছে গিয়ে যাতে এই বাজেট নিয়ে জোরালো প্রচার হয়, তার বার্তা দেন নরেন্দ্র মোদী। বাজেট থেকে মধ্যবিত্তরা কোন কোন উপকার পেতে চলেছেন, তার বিস্তারিত যেন জানানো হয় সাধারণ মানুষকে, সেই বার্তা দেন নরেন্দ্র মোদী। (তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের আভাস কিছুদিন আগেই এসেছিল? গবেষকের পোস্ট ভাইরাল)
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি দেশের আসন্ন আর্থিক বর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি কর ব্যবস্থায় একাধিক কর ছাড়ের ঘোষমা করেন। ৭ লাখ টাকা বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হবে না বলেও ঘোষণা হয়। এছাড়াও শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেলে বরাদ্দ, অসামরিক বিমান পরিবহন পরিষেবায় বরাদ্দের অঙ্কে চমক দেন নির্মলা সীতারমন। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই উত্তর পূর্বের তিন রাজ্যে ভোট। এরপর চলতি বছরে কর্ণাটকের মতো রাজ্যে বিজেপির দাপট ধরে রাখার চ্যালেঞ্জ বিধানসভা ভোট। রয়েছে তেলাঙ্গানায় ভোট। তারপরই বছর ঘুরলেই ২০২৪ লোকসবা ভোট। লোকসভা ভোটের আগে ২০২৩, ১ ফেব্রুয়ারির বাজেটই ছিল দ্বিতীয় মোদী সরকারের শেষ আনুষ্ঠানিক বাজেট। সেই জায়গা থেকে এই বাজেট ঘিরে কী কী উপকার সাধারণ মানুষক পাচ্ছেন সেই বার্তাকে হাতিয়ান করেই আগামীর ভোটের রণকৌশলে শান দিচ্ছে বিজেপি। আর সেকথাই স্পষ্ট হয়েছে নরেন্দ্র মোদীর বার্তা থেকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
়্