গত কয়েক মাস ধরেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও বেশি-বেশি করে আমানতকারীরা স্থায়ী আমানতের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
তবে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতে তুলনামূলকভাবে আরও বেশি হারে সুদ পাবেন। ফলে সেখানে বিনিয়োগ করলে আরও বেশি রিটার্ন পেতে পারেন।
এমনই একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হল ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে দীর্ঘ মেয়াদে ৯% পর্যন্ত সুদ পাবেন। আর সিনিয়র সিটিজেন হলে তো কথাই নেই। সেক্ষেত্রে নিয়মমাফিক প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত অতিরিক্ত সুদের হারও পাবেন। FD-তে সিনিয়র সিটিজেনরা ৯.৫% সুদ পাবেন।
সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার
৬ মাসের কম থেকে ২০১ দিন : ৮.৭৫%
৫০১ দিন : ৮.৭৫%
১০০১ দিন : ৯.০০%
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার
৬ মাসের কম থেকে ২০১ দিন : ৯.২৫%
৫০১ দিন : ৯.২৫%
১০০১ দিন : ৯.৫০%
উত্কর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
আরও এক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, উত্কর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও ৭০০ দিনের আমানতে সর্বোচ্চ ৯% সুদ পাবেন।