সামনেই মেঘালয়ে ভোটপর্ব। বিধানসভা ভোটের আগে গোমাংস ভক্ষণ নিয়ে মেঘালয়ের বিজেপি প্রধান আর্নেস্ট মাওরির বক্তব্য কার্যত নতুন করে রাজনৈতিক দোলাচল তৈরি করেছে। মেঘালয়ে গেরুয়া শিবিরের প্রধান আর্নেস্ট আওরি বলছেন, মেঘালয়ে 'গো মাংস খাওয়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই।' শুধু তাই নয়, তিনি জানান, তিনি নিজেও গোমাংস ভক্ষণ করেন।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্নেস্ট মাওরি বলেন,'বাকি রাজ্যে নেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে আমি বলতে পারব না। তবে আমরা মেঘালয়ে রয়েছি। এখানে প্রত্যেকে গোমাংস খান, কোনও বাধা নেই। হ্যাঁ, আমি নিজেও গোমাংস খাই। মেঘালয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। এটা এখানকার মানুষের জীবনযাপন, এটাকে কেউ বন্ধ করতে পারবে না।' উল্লেখ্য, গোমাংস ঘিরে দেশের বিভিন্ন জায়গায় এর আগে গোরক্ষকদের নানান ঘটনা উঠে এসেছে। তা নিয়ে রক্তপাত ঘিরে বিতর্ক চলেছে দেশ জুড়ে। অন্যদিকে, গেরুয়া শিবির বিজেপিও গো-পুজো নিয়ে নানান সময়ে সরব হয়েছে। সেই পার্টিরই নেতা তথা মেঘালয়ে বিজেপি প্রধান আর্নেস্ট মাওরি বলছেন,' এমন কোনও নিয়ম নেই ভারতেও। কিছু রাজ্য এটা আইন করেছে। মেঘালয়ে আমাদের কসাইখানা আছে। অনেকেই গরু শুয়োর নিয়ে আসেন বাজারে।' ( সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন পবন খেরা! কংগ্রেস নেতাকে ঘিরে তোলপাড়)